বাংলা ওয়েব সিরিজ : ফ্যামিলি
পর্ব ৬ : তুমি বলবে, আমি শুনবো
একটি ব্যস্ত টয়লেট এবং ধূমপানকারী তরুণী ।
পরিচালক ও প্রযোজক : সঞ্জীব নাথ
চিত্রনাট্য
সকাল । ... অফিস সহ বাসগৃহ । হিরো, চাণক্য ও রাম তাদের দিন শুরু করার প্রস্তুতি নিচ্ছে ।রাম কলেজের জন্য জামা পরে প্রস্তুত ও কিছু খাতা ও বই তার ব্যাগপ্যাকে নেবে বলে তুলে নিচ্ছে ।হিরো স্নান সেরে বাথরুম থেকে টাওয়েল পরে বেরোয় ও নিজের সুটকেসের দিকে যায় জামা পরবে বলে ।চাণক্য প্রস্তুত ও সে রিশেপসনের ও ঘরের অন্য দিকের বসার জায়গার চেয়ার গুলি সাজিয়ে রাখে । চাণক্য ভাঙা কাচের টেবিল নিয়ে খুব চিন্তিত ।
চাণক্য
রাম, তুমি বাপু একটু মানিকের দোকানে দেখো তো
যদি ওরা জোড়া-তালি দিয়ে ঠিক করে দিতে পারে !
হিরো
তা যা বলেছো চাকা,
এই বারোশো টুকরো কাচ, জোড়া-তালি দিয়ে
ঝকঝকে টেবিল বানিয়ে দেবে মানিক !
চাণক্য
তোমার বাপু সব কিছুতেই ....
এতো শুধু মাত্র এগারো টা ....
হিরো
চুল চেরা রহস্য তো নয়, যেনো কাচ ভাঙা তদন্ত !
কি হচ্ছে চাকা !
রাম
কি আবার হবে ? কাচ গণনা !
এক টুকরো ও বাদ যাবে না ।
চাণক্য
তোমাদের সবকিছুতেই হেঁয়ালি ।
আমি চিন্তা করে কূল করতে পারছি না,
যে বস কে কি জবাব দেবো !
আর তোমাদের !
হিরো
আরে চাকা টেনসন কোরো না ।
কিছু একটা উপায় ঠিক বেরিয়ে যাবে !
রাম
জবাব একটা মিলেই যাবে !
হিরো ( কটাক্ষ করে)
তুমি বাপু হেয়ালি বন্ধ করো !
চাণক্য
হ্যাঁ ...হ্যাঁ ...হ্যাঁ...
হিরো
এই শোনো না চাকা,
কাল বাসে করে বিকেলে ফিরছি
তখন দেখি একটা মাল .........
1. Ext.Road - চলন্ত বাসের মধ্যে - বিকেলবেলা
একজন বয়স্ক মানুষ রাস্তার ধারে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ।তার বাঁ হাত পিছন দিক থেকে প্যান্টের মধ্যে ।বাসটি আসে ও কিছুক্ষণের জন্য দাঁড়ায় । হিরো জানলার ধারের সিটে বসে আছে; কিছুটা ঝোঁকে বাইরের দিকে ও বৃদ্ধ লোকটকে ভদ্রভাবে ডাকে ।
হিরো
ও কাকা,পিছনে কি খুঁজছো,
সামনের দিকে খোঁজো, পেয়ে যাবে !
বৃদ্ধ লোকটি বিরক্তভাবে হিরোর দিকে তাকায় ও হাত বার করে নিয়ে তার চারপাশের লোকজনের দিকে তাকায় ।
বৃদ্ধ
সামনে পিছনে সব পরে বুঝে যাবে ক্ষণ !
হিরো
হি...... হি..... হি.....
আর যাই করুক, লোকটা পাবলিক প্লেস-এ
আর কোনোদিন .....
চাণক্য
হ্যাঁ ...হ্যাঁ ...হ্যাঁ...
কথায় কথায় তোমার বাপু লোকের পিছনে
লাগার এতো কি আছে ?
রাম
ঠিক -ই তো
আর লোক টা যখন অলরেডি হাত পিছনে রেখেছেন ...
চাণক্য
তুমি চুপ করো রাম !
হিরো
বা রে,আমি তো জনস্বার্থের কথা ভেবেই .....
রাম
এই শোনো না,সেদিন চুমকি তোমার কথা জিজ্ঞেস করছিল .....
হিরো
কে চুমকি !!
---------------------------------------------
1. INT. কলেজ ক্যাম্পাস / ক্যানটিন - বিকেলবেলা
হিরো,রাম ও অরো কিছু ছেলে মেয়ে কেউ দাঁড়িয়ে ও কেউ চেয়ারে বসে আছে ।হিরো নিজের গীটার বাজাচ্ছে ও ১৯৪৭ এর আর ডি বর্মন ও গায়ক কিশোর কুমারের গাওয়া, রাজেশ খান্না ও জিনাত আমানের বলিউড হিট হিন্দি গান 'আজনাবি' সিনেমা থেকে "এক আজনাবি হাসিনা সে" গানটি গাইছিল ।বাকিরা তার গানের প্রশংসা করছিল ।
হঠাৎ একজন অত্যাধুনিক মেয়ে এসে তাদের সাথে যোগদান করে ।
সে হিরোর দিকে বেশী মনোযোগ দেয় না ও নিজের সিগারেট খাওয়া চালিয়ে যেতে থাকে ।হিরো তার দিকে তাকায় ও একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে ।
অন্যরা এই ব্যপারটা উপভোগ করতে থাকে ।
মেয়ে
ওরকম লুক দিয়ো না।
বড্ডই কামোত্তেজক লুক ।
আমি এটা দেখতে পাচ্ছি আজ রাতে তুমি
আামাকে নিয়ে কল্পনা করবে ।
হিরো
বিশ্বাস করো প্রিয়, আমি এরকম কিছু করবো না ।
আমি যদি মাথায় জোর লাগিয়ে তোমায়
ভেবে কল্পনা করি তাহলে তুমি প্রেগনেন্ট হয়ে যাবে
কোনো প্লেসার ছাড়াই !
তাই বলি কি, প্রথমে আনন্দ করা যাক,
বাকিটা একটুকরো রাবার, খেয়াল রাখবো সেটার ।
হিরো তার হাত থেকে সিগারেট টা কেড়ে নেয় ও স্মোকিং থামানোর জন্য নির্দেশ দিয়ে তার শেষ ডায়ালগ গুলি বলে ।মেয়েটির উত্তর দেওয়ার মতো কিছু ছিল না।সে আরেকবার সিগারেট টানতে যাচ্ছিল কিন্তু কিছুটা বিরক্ত হয় কারণ হিরো তার সিগারেট টি মাঠে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন সিগারেট -এর নেশা ছাড়ানোর একমাত্র উপায় সেটাই ছিল ।
---------------------------------
হিরো
ও! তোমার ওই কন্ডোম দি ?
চাণক্য
ফার্ট বাড্ডি, কন্ডোম দি ।
তোমরা বাপু পারো ও সব ।
রাম
আমায় বলে লাভ নেই ।
এই জানো জিজ্ঞেস করছিল সেদিন চুমকি দি,
"কি রে; তোর গীটার দা'র কি খবর ?"
হিরো
তাই নাকি ?
তোর সাথে একদিন কলেজ যেতে হবে দেখছি ।
রাম
একদিন আমার কলেজ এ ঢুকে যা খেল দেখালে তুমি,
আর তোমায় নিয়ে যাই ....
হিরো
খেল আর কোথায় দেখালাম ?
সেদিন তো শুধু খেল শুরু করেছিলাম ........
এরই মধ্যে ভালো পোষাক পরে থাকা মাইকেল জুতো ও মোজা বাইরে খুলে ভিতরে ঢোকে ।সে কিছুটা চিন্তিত ও তাড়ায় ছিল ।
চাণক্য
এই তোমার -ই কমতি ছিল ।
এসো বাপু, তুমিই বা কেন বাদ যাও !
মাইকেল
আর বোলো না চাকা,
সকাল সকাল জ্বলে গেলো একেবারে .....
হিরো
কেন রে? কে তোর বাথরুমে চিলি সস রাখলো ?
মাইকেল
তা যা বলেছিস ।
সকাল সকাল ঘুম থেকে উঠে শুনি .....
--------------------------------------
1. INT. HOUSE ROOM (বাথরুমের সামনে) - সকাল
মাইকেল সকালে ঘুম থেকে ওঠে ও নিজের টুথব্রাশ ও টাওয়েল নিয়ে বাথরুমের দিকে যায় ।
সে বাথরুম থেকে তার স্ত্রী-র আওয়াজ পায় । সে চাপে ছিল ও যুক্তামুখী বাথরুম দখল করে বসেছিল ও আশা ভোসলে ও আর ডি বর্মনের রোম্যান্টিক বাংলা গান গাইছিল ।বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল ।
যুক্তামুখী
সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে আমি শুনবো
তুমি বলবে আমি শুনবো শুনবো
তুমি বলবে .....
মাইকেল
কতক্ষণ আর !! তাড়াতাড়ি করো !
----------------------------------
হিরো
হুম ...সে তো বুঝলাম ।
কিন্তু তুই কি বললি শুনি ....
মাইকেল
আমি আবার কি বলবো ?
----------------------------------
1. INT. HOUSE ROOM (বাথরুমের সামনে) - সকাল
মাইকেল তার টুথব্রাশ আর টাওয়েল নিয়ে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে । যুক্তামুখী বাথরুমের ভিতর ।
মাইকেল (গান গাইছে)
গুরু গুরু পেটে তে
বাথরুমের কোমডে
প্যান্ট খুলে দৌড়ে গিয়ে বসি না
আর কিছু জানি না
কোনো বাধা মানি না
যা বলিতে চাও তা বাইরে এসে বলোনা
তুমি বকবে আমি হাগবো
তুমি বকবে বকবে আমি হাগবো ......
যুক্তামুখী
আমি সবসময় বকেই যাই নাকি ?
মাইকেল
তো ?
নন্ স্টপ বকেই চলেছে ....
আর এদিকে গানের বাহার শোনো !
তুমি বলবে,আমি শুনবো !
কবে বলতে দিয়েছো ?
আর কবেই বা শুনেছো ?
-----------------------------------
হিরো
তারপর ?
মাইকেল ( নিজের জামা খুলতে খুলতে)
তারপর আবার কি ?
শালা বাথরুমের দরজাই খুললো না !
আর আটকাতে পারছি না ......
দাঁড়া ক্লিয়ার করে আসি ।
(বাথরুমের দিকে দৌড়ায়)
ওয়েট কর ।তোদের আমি গাড়িতে ড্রপ করে দেব ।
হিরো
আগে তুই নিজে ড্রপ করে আয়,
তারপর আমাদের ড্রপ করবি !
হিরো,রাম ও চাণক্য একে ওপরের দিকে তাকায় ও মাইকেল বাথরুমের দিকে ছোটে ও সজোরে দরজা বন্ধ করে দেয় ।
....