FAMILY EPISODE 5

<<GO BACK        ENGLISH        NEXT>>

বাংলা ওয়েব সিরিজ : ফ্যামিলি

পর্ব ৫ : নামের ব্যাখা

এমএমএস এবং তার রাগ নিয়ন্ত্রণ ।

পরিচালক ও প্রযোজক : সঞ্জীব নাথ

 

চিত্রনাট্য

মাইকেল ও যুক্তামুখী দুজনে বৈঠকখানায় বসেছিল । মাইকেল আগেরদিনের রাতের হ্যাঙ্গওভারের জন্য কিছুটা অসুস্হ বোধ করছিল এবং টেবিল-চেয়ারে নিজের নতুন লেনোভো মডেলের ল্যাপটপে পড়তে ব্যস্ত ছিল। যুক্তামুখী একটি টুলের ওপর বসেছিল । সে ক্রুদ্ধভাবে কিছুক্ষণ মাইকেলের দিকে তাকিয়ে থাকে ও যেহেতু মাইকেল তার প্রিয় লেনোভোর ১৫ইঞ্চি ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা  থেকে আটকানোর জন্য তাকে  সন্তুষ্ট করার চেষ্টা করে কারণ তার প্রয়োজনীয় কিছু কথা বলার আছে । যাই হোক সে আরো রেগে যায় ও মাইকেলের অনিচ্ছা দেখে বিরক্ত বোধ করে ।পরিস্হিতি কিছুটা ঝড় আসার আগে গুম হয়ে থাকা নিরব আকাশ, মেঘ ও গাছের মতো ছিল ।
যুক্তামুখী
তুমি ছাড়বে ল্যাপটপ টা ?
মাইকেল
তুমি বলো না কি বলবে ।
যুক্তামুখী
আর কতবার জিজ্ঞেস করবো যে কাল রাতে কোথায় ছিলে ?
মাইকেল
বললাম তো অফিসে, পার্টি তে ।
মাতাল দের আওয়াজ ও শুনিয়ে দিয়েছিলাম, নিজেও
মাতাল হয়ে ফিরেছিলাম । আর কি চাও ?
যুক্তামুখী
আমি সত্যি টা জানতে চাই ।
মাইকেল
বললাম তো ......
যুক্তামুখী
আমার দিকে তাকিয়ে বলো যাও বলবে
মাইকেল
কেনো তুমি কি লাই ডিটেক্টর মেশিন
যে তাকিয়ে বললে লাল বিপ দেবে ?
যুক্তামুখী
তোমার ওই ল্যাপটপ টা ছেড়ে কথা বলতে
কি খুব প্রবেলম হচ্ছে !
মাইকেল
আমি চোখ দিয়ে কথা বলি না !
মুখ দিয়ে বলি (তার দিকে তাকিয়ে)
হ্যাঁ,বলো । গীতা য় হাত রেখে কি সত্যি বলতে হবে !
যুক্তামুখী
তুমি কাল অফিস থেকে সোজা বাড়ি এসেছিলে ?
আর কাল রাত্রে তোমাকে কে ছেড়ে দিয়ে গেছিলো ?
মাইকেল
আমার মনে নেই ।
যুক্তামুখী
মদের সঙ্গে সঙ্গে মনের মাথা খেয়েছিলে সেটা তো বুঝলাম ।
কিন্তু তোমার গাড়ি কোথায় ?
মাইকেল
অফিসে !
যুক্তামুখী
এটা কি করে মনে আছে, যে গাড়ি অফিসে ?
সত্যি করে বলো কে তোমাকে ছেড়ে দিয়ে গেছে ?
তোমার ওই রিশেপসনিষ্ট ?
মাইকেল
কিসের রিশেপসনিষ্ট ?
যুক্তামুখী 
তোমার কি চলছে টা কি ?
ল্যাপটপে ম্যাট্রিক্স হিরো-ভিলেন এর স্লো মোশন ফাইটিং সিন চলছিল ।মাইকেল যুক্তামুখীর সাথে কথা বলতে বলতে সিক্রেটলি নিজের নতুন মাইক্রোম্যাক্সের অ্যান্ড্রয়েড ফোন থেকে হিরোর নম্বরে ডায়াল করে ও ভলিউম কম করে দেয় । সে হিরোর সাথে কল সংযুক্ত হতেই  কিছুটা অতিরঞ্জিত ভাবে হাসে ।
যুক্তামুখী 
তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো ।
আমার মাথা ফেটে যাচ্ছে ....
আর ও !
তোমার এতো হাসি আসছে কোথা থেকে !
মাইকেল
শোনো এটা, হাসব্যান্ড বলছে .....
"শ্বশুর শাশুড়ি বোধ হয় সি-সও খেলতে খেলতে
প্যায়দা করেছিলো দুটো কে ।
বড় টা এইটুকু ছোট্টো, ছোটো টা অ্যায়সা বড়ো ।"
যুক্তামুখী
তোমার এখন জোক-এর কথা মনে হল !
আর কি এমন ইনটারেস্টিং জোক এটা যে ?
ও ! এই এই ! দাঁড়াও দাঁড়াও ....
তুমি আমার বাবা মা ভাইয়ের সাথে কম্পেয়ার করলে,
তাই না ?
তোমার এত দূর নোংরা চিন্তা যে ....
এই সময়ে মোবাইল কল কেটে যায় ও তার মাইক্রোম্যাক্সের নতুন ফোনের স্ক্রিন লাইট জ্বলতে নিভতে থাকে । যুক্তামুখীর মনযোগ স্ক্রিনের দিকে যায় ও সে বুঝতে পারে মাইকেলের এতক্ষণ যা বলছিল তা কাউকে শোনানোর জন্য ।
যুক্তামুখী
কাকে শোনাচ্ছো আমাদের কথা ?
কে এতো তোমার পিরিতের যে তুমি কতো দুঃখে আছো
সেটা না জানালে তোমার হ্যাংওভার কাটছে না ?
মাইকেল কিছুটা রেগে যায় ও হিরোর সাথে আবার সংযোগ করে ও আগের রাতের জোকস্ নিয়ে তুলনা করে ।হিরো আবার ফোন কেটে দেয় ।
মাইকেল
কাটলে কেনো বেবি,শোনো ....
আগের দিন বলছিলে না "এরকম অর্থহীন তুলনা" ?
দেখলে তো, শ্রীমতী যুক্তামুখী মুখ যুক্ত করে কেমন মিনিং বুঝে কম্প্যারিসন টা ধরলো !
.............
না না, রাখবে কেনো,
এবার আমার শ্রাদ্ধ কিভাবে  হয় সেটাও শোনো ....
(কল অসংযুক্ত হয়ে যায়)
যুক্তামুখী
আমার বাবা মা না হয় সি-সও খেলতে খেলতে
আমাদের জন্ম দিয়েছিল । তোমার বাবা মা কি
করতে করতে তোমার মতো সুপুত্র-কে প্যায়দা করেছিল ?
হ্যাঁ ?
সাপ লুডো খেলতে খেলতে ? তাই তুমি একবার
এদিকে কাটো তো আর একবার ওকে ছোঁবল মারো ?
আর কে তোমাকে এতো পিরিত করে
দুধ কলা খাওয়াচ্ছে, যে তাকে না শোনালে তোমার আর হচ্ছে না ?
মাইকেল (ল্যাপটপে মনোযোগ করে)
যুক্তামুখী
কি আছে এই ল্যাপটপ টার মধ্যে,
দাও তো দেখি একবার .....
সে টেবিলের কাছে যায় ও ল্যাপটপ নিয়ে টানাটানি করতে থাকে । তখনি মাইকেল ল্যাপটপ স্ক্রিন অফ করে দেয় ও বইয়ের তাকে নিরাপদে রেখে দেয় । যুক্তামুখী রেগে যায় কারণ সে তার রাগ ল্যাপটপের ওপর দেখাতে পারে না ও তখনই তার মাইক্রোম্যাক্স মোবাইল টা কেড়ে নেয় মাটিতে মোবাইল সেট টা ছুঁড়ে ফেলে দেবে বলে ।
 আকস্মিকভাবে সে টেবিলের এক কোণে চাপ দেওয়ায় একদিকের পায়ের চাকা ভেঙে যায় । মাইকেল যেকোনোভাবে নিজের মাইক্রোম্যাক্সের নতুন মোবাইল টা বাঁচিয়ে নেয়। যুক্তামুখী কিছুটা ভীত হয়ে যায় ।
মাইকেল
কি ভেবেছো কি তুমি ?
খুব সাহস হয়েছে তোমার,না ?
যুক্তামুখী
সাহস! সাহস আমার কি গো, সাহস তো বেড়েছে তোমার ।
রাত দুপুরে রিশেপসনিষ্ট এসে বাড়ির দরজায়
চুপি চুপি ছেড়ে দিয়ে যাচ্ছে ।অফিসে গাড়ি পরে থাকছে।
আমার সাদা-মাটা ভাই টা-কে উসকাচ্ছ!
মাইকেল
আমি নাকি উসকিয়েছি !
যাই হোক পরশ সাদা-মাটা নয়,
ব্যাঁকা-ট্যারা ।
যুক্তামুখী
আমার ভাই যাই হোক,তোমার সাহস হয় কি করে
ওকে জুঁহি কে নিয়ে উসকানোর ?
মাইকেল
শালা নামের বেলায় সব এক্কেবারে ....
ব্যাঁকা তাল গাছ টা পরশ-পাথর,
আর মুটকি হাতি টা জুহি-চাওলা ...
আর সারাক্ষণ মুখটা হাঁ করেই আছে,সে কিনা যুক্তামুখী ।
কপাল আমার,আমি নাকি উসকাতে গেছি !
যুক্তামুখী
নামের ব্যাখ্যা তুমি আর না-ই বা দিলে,
এম এম এস ।
মাইকেল (রেগে গিয়ে উঠে পরে
তার দিকে এগোয় যেনো কেউ মিথ্যে ভাবে
এস-এম-এস প্রোভাইডারের ওপর দোষ দিচ্ছে)
খবরদার না ! বলে দিচ্ছি ।
যুক্তামুখী
জ্বলে গেলো না কি ?
এবার গিয়ে শ্রদ্ধেও শ্বশুর মশাইকে জিজ্ঞেস করে আসবো,
কি সুমতলব নিয়ে তোমার নাম এম এম এস রেখেছিলেন ।
শোনো অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকিও  ....
মাইকেল
আমাকে জ্ঞান দিতে হবে না,নিজের কুটিল মনে জোর লাগিয়ে দেখো ওদিকে পরশ পাথর কি অপারেশন চালাচ্ছে ।
যুক্তামুখী
ওহ্...... তাই বলি ।
কুটিল কথাটা  পরশ কোথা থেকে শিখলো !
মাইকেল
কেনো, তোমার ভাই কি দুধ খাওয়া বাচ্ছা ?
মুটকি-র ঘাড়ে চড়ে প্রেম মারাতে পারছে, আর ....
যুক্তামুখী
মুখ সামলে কথা বলো !
কি ভাষায় বৌ-এর সঙ্গে কথা বলতে হয়, জানো না ?
মাইকেল
জানবো না, দিব্যি জানি ।
তবে ওই কথাটা কি যেন আছে,
যেমনি....  বৌ
তেমনি মুগুর ।
যুক্তামুখী
কি বললে ?
পরশ (ড্রয়িং রুমে  প্রবেশ করে বাইরে থেকে )
হি হি হি
এই দিদি, তোরা ঝগড়া করছিস ?
ল্যাপটপ স্ক্রিনে শেষ ফাইটিং দৃশ্য দেখাচ্ছিল যখন হিরো ভিলেনের শরীরে ঢুকে যায় ও তাকে ধ্বংস করে বেরিয়ে আসে । মাইকেল ও যুক্তামুখী দরজার দিকে তাকায় ।
যুক্তামুখী
নট্ নাও (এখন না) ।
মাইকেল
ওহ! ইয়েস.....

....

3 comments on “FAMILY EPISODE 5

  1. “______ ও ______ দুজনে বৈঠকখানায় বসেছিল । “- শূন্যস্থান পূরণ কর ।

    1. মাইকেল ও যুক্তামুখী দুজনে বৈঠকখানায় বসেছিল

    2. মাইকেল ও যুক্তামূখীদুজনে বৈঠকখানায় বসেছিল।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!