FAMILY EPISODE 4

<<GO BACK        ENGLISH        NEXT>>

বাংলা ওয়েব সিরিজ : ফ্যামিলি

পর্ব ৪ : নিরুদ্দিষ্ট শকট

শার্টের পকেটে গাড়ির চাবি রাখতে নেই !

পরিচালক ও প্রযোজক : সঞ্জীব নাথ

 

চিত্রনাট্য

মাইকেল  একটা কথা ও না বলে নিজের পকেট ও অন্তরঙ্গ খুঁজতে শুরু করে । চাণক্য নিজের মত কিছু মানসিক গণনা করে ও ভাঙা কাচের টুকরো গুলোর পিছন দিকে খোঁজে ।  সে চাবিটা হিরো কে দেয় ।
হিরো
আরে জিয়ো চাকা ।
এই না হলে আমাদের স্হানীয় অভিভাবক !
জিয়ো ! এই চাবি পাওয়া গেছে!
হেল্লো ? চাবি ! ওঠ !
বাপরে বাপ !
চাণক্য
দেখো বাপু, দেশী বিলিতি যাই খাও না কেনো
চাবি কখনো বুক পকেটে রেখো না ।
মাইকেল
বুক পকেট ?
রাম
ইংরাজী বুক নয় ভাই,
বাংলা বুক ।
চাপ নিয়ো না ...
হিরো
আচ্ছা চাকা, একটা গম্ভীর প্রশ্ন ছিলো ।
এই শুধু সংশয় দূর করার জন্যে
বলছি যে মাইকেলের পকেট কে যদি
বুক পকেট বলা হয় তাহলে, মালতী বৌদির
পকেট কে কি বলা হবে হ্যাঁ ?
রাম
কৌন বনেগা মালতী পতির আখরি সাওয়াল ....
চাণক্য
যাও তো হিরো, হেয়ালি বন্ধ করে
মাইকেল কে ছেড়ে এসো ।
হিরো
আচ্ছা,আচ্ছা যাচ্ছি !
এই, চল চল !
এদিকে নয়,ও দিকে ।
তবে হ্যাঁ ওই, বলছি যে
উত্তরটা কিন্তু ভেবে রেখো ...
হিরো মাইকেল কে ধরে ও শেষ কথাটি বলতে বলতে দরজার দিকে
এগিয়ে যায় । চাণক্য এক মুহূর্তের জন্য বুক পকেটের কথা ভাবে
ও ভাবনা ছেড়ে দেয়।
মাইকেল কিছুটা অনিয়ন্ত্রিত ভাবে হিরোর সাথে হাটে । তারা প্রধান প্রবেশপথ পর্যন্ত হাঁটে ও রাস্তার দুই দিকে তাকায় ।যাইহোক তারা মাইকেলের গাড়ি রাস্তায় খুঁজে পায় না  । মাইকেল আতঙ্কিত হতে থাকে এবং রাম তাকে আবার ঘরে আনার চেষ্টা করে ।
মাইকেল
আমি শপথ করছি,
তুই জানিস, ঠিক তো ?
প্রত্যেকবার আমি এখানেই গাড়ি রাখি .....
হিরো
তাহলে গাড়িটা কোথায় গেলো ?
কেউ চুড়ি করে নিয়ে গেলো, নাকি ?
হ্যাঁ ?
মাইকেল
মাতালের মতো আজেবাজে  বকিস না ।
হিরো
আজেবাজে আমি বকছি ?
তাও আবার মাতালের মতো !
চাণক্য প্রথম তলার থেকে বারান্দা থেকে নিচে সব দেখে ও পরিস্হিতি বুঝতে পেরে ওদের ফিরে আসার জন্য বলে ।
চাণক্য
আবার কি হল হিরো ?
হিরো
গাড়ি নেই এইখানে !
চাণক্য
মাইকেল কে এখানে নিয়ে চলে এসো আগে,
ওখানে দাঁড়িয়ে জটলা কোরো না ।
হিরো মাইকেলের সাথে ফিরে আসে ও রাম বাইরে যায় । রাম মাইকেলের গাড়ি অভাগ্যবশত খুঁজে না পেয়ে  ফিরে আসে ।
হিরো
চল !
মাইকেল চেয়ারে বসে ও অন্যরাও নিজেরা চেয়ার, মেঝে ও জানলার স্ল্যাবে বসে পড়ে ।
মাইকেল
আমি নিশ্চিত যে ......
হিরো
... ঘন্টা নিশ্চিত তুই ।
তুই আগে ভালো করে মনে কর,
গাড়িটা কোথায় পার্ক করেছিলি ।
চাণক্য
তুমি বাপু চোখে মুখে জলের ঝাপটা দিয়ে,
মন শান্ত করে ভেবে বলো ।
মাইকেল
ওদিকে আমার জল জ্যান্ত গাড়িটা হাওয়া হয়ে গেলো
আর আমি মন শান্ত করে ভাববো ?
রাম ( প্রবেশ করছে)
না না, তাই হয় নাকি ?
জ্যান্ত গাড়িটা যখন হাওয়া হয়ে গেলো,
তখন তুমি আর মরা মন টাকে কি করে শান্ত করবে ?
হিরো
রাম শালা এবার রাম ক্যালানি খাবে মনে হচ্ছে ।
রাম
আমাকে কেলিয়ে লাভ নেই,
আমি কেল্টুর দোকানের রাস্তা টাও দেখে এলাম ।
ওখানেও নেই ।
চাণক্য
মাইকেল, ঠিক করে মনে করো ।
গাড়ি কোথায় রেখে তুমি এখানে এসেছিলে ?
মাইকেল (অনেক ভেবে)
আমার ঠিক মনে .... পড়ছে না ।
হিরো
গাড়ি চালাচ্ছিলি সেটা মনে পড়ছে তো ?
চাণক্য
শেষ কাজ কোনটা করছিলে,
যেটা মনে পড়ছে ?
মাইকেল (গর্বিতভাবে হেসে)
৬০মিলি রাম বোতল খুলছিলাম
হিরো
সে রাম ই হোক, কি লীলা, বোতল খুললে না !
কারোর ই আর হুঁশ থাকে না !
মাইকেল 
কি বল তো হিরো,
রমের লীলা, আর লীলার খেলা ।
এরাই শেখালো আমাকে যুক্তমুখী কে ঝ্যালা !
হা হা হা ....
ক্যায়া বাত, ক্যায়া বাত ...
রাম
আমি এটা বুঝতে পারছি না,
গাড়িটা কার হাওয়া হয়ে গেছে ?
মাইকেল
কার আবার, আমার !
না না , এটা আমি বলছি না ।
আমার ডিব-গাছা শালা হলে বলতো !
হি হি হি .....
হিরো
চাকা, মাইকেল টা দেখছি
আজকে চিন্তায় ফেলে দিয়েছে ।
এতো পুরো আউট ।
গাড়ি টাই বা কোথায় পার্ক করেছে কে জানে ?
মাইকেল
আমি আউট নয়,
আমি সবে ইন করেছি .....
চাণক্য
অনেক হয়েছে,
কথা বন্ধ করে আগে মনে করো,
রাম খেয়ে তারপর কি করলে ?
মাইকেল ( খানিকটা ভেবে নিয়ে)
কি আবার করব ?
পরের রাউন্ড ৬০মিলি ..... রাম খুললাম ।
চাণক্য
সে বুঝেছি
তোমার রামের পশ্চাদদেশ উঁচু হবার পর কি করলে ,
সেটা মনে করো ।
রাম
মাইকেল দা মনে করতে করতে,
মাইকেলদার গাড়ি বঙ্গ ছেড়ে কলিঙ্গ পৌছে যাবে !
বৌদিকে ফোন করে দেখো একবার ।
মাইকেল (মেঝেতে বসে)
খবরদার, যুক্তমুখী যদি জেনে যায়
আমার এখানে আসার কথা, তাহলে ......
হিরো
কিন্তু গাড়িটা তো খুজতে হবে !
রাম, মাইকেল দা'র ওই কলিগ টার কি যেনো নাম ?
চাণক্য
হ্যাঁ হ্যাঁ কি যেনো বলে ?
ফ্যাট বডি !
হিরো
হি...হি....হি....
কি যে বলো চাকা,
ও তো এম এম এস-এর ফার্ট বডি ।
চাণক্য
যাই হোক,ওর নাম টা কি ?
হিরো
এই এম এম এস তোর ফার্ট বডির নম্বর দে ।
ছাড়, তুই আর কি দিবি ।
কি নাম যেনো ?
ফোন টা আমার কাছে ! নাম টা কি ???
হেল্লো ; নাম নাম !! নাাাাাাামমমমমমমমম !!!!!!!!!
সে মাইকেলের নতুন অ্যান্ডরয়েড স্মার্টফোন টা নেয় ও মাইকেল কখন নিজের কলিগের নাম বলবে তার জন্য অপেক্ষা করতে থাকে ।
মাইকেল কোনো প্রতিক্রিয়া করে না, বরং সে কিছুটা হারিয়ে যায় অনিয়ন্ত্রিত ভাবেই । রাম মদ্যপানের প্রতিক্রিয়া বুঝতে পারে  ও মাইকেলকে জল দেয় এই ভেবে যে সে হয়তো জল খেলে কিছুটা ঠিক হয়ে যাবে । মাইকেল তখনই অনেকটা জল খেয়ে নেয় যতক্ষন না চাণক্য বোতল টা তার হাত থেকে কেড়ে নেয় ।
চাণক্য
কি কান্ড তোমার রাম !
এই অবস্হায় এতখানি জল ...
তার কথা শেষ হবার আগেই মাইকেল মেঝেতে পেট খালি করে বমি (পরিষ্কার জল) করে দেয় ও মেঝেতে জ্ঞানহীন ভাবে শুয়ে পরে ।তারা ক্রমাগত মাইকেলের কলিগের নম্বরে চেষ্টা করতে থাকে কিন্তু গাড়ির কোনো খোঁজ পেতে ব্যর্থ হয় । এরই মধ্যে তারা মাইকেল কে বার বার জাগিয়ে তোলার চেষ্টা করে ।মাইকেল মেঝেতে শান্তিতে ঘুমায় ।
অন্য নম্বর ডায়াল করতে গিয়ে মাইকেলের ফোন বেজে ওঠে । রামের মুখ কালো হয়ে যায় নম্বরটা দেখে । চাণক্য ও রামের মুখ নিস্তেজ হয়ে যায় স্ক্রিনে যুক্তমুখীর মুখ দেখতে পেয়ে । রাম তখনই ফোনটা হিরো কে দিয়ে দেয় । হিরো রাম ও চাণক্যের দিকে তাকায় । তারপর কিছুটা দ্বিধাগ্রস্তভাবে ফোন টা সংযোগ করে ও কানে ফোনটা ধরে রাখে ।

....

3 comments on “FAMILY EPISODE 4

    1. মাইকেল হিরোর কাছে শপথ করেছিল যে ও প্রতিবার গাড়ি এই জায়গাতেই রাখে

    2. মাইকেল হিরোর কাছে শপথ করেছিল যে ও প্রতিবার গাড়ি এই জায়গাতেই রাখে ।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!