বাংলা ওয়েব সিরিজ : ফ্যামিলি
পর্ব ৩ : মাতাল বর
প্রতিটি মাতাল স্বামীর তার স্ত্রীর জন্য নিজস্ব একটি গল্প থাকে !
পরিচালক ও প্রযোজক : সঞ্জীব নাথ
চিত্রনাট্য
যুক্তমুখী (বউ) কিছু সেকেন্ডের জন্য তার ভাই পরশের বলা অপারেশন এর প্রস্তুতির কথা ভেবে নেয় ।
ভাই
আমি চললাম কালকের অপারেশনের তৈয়ারী করতে...
এবং তার স্বামী মাইকেল মধুসূদন সমাদ্দার এর নম্বর এ ডায়াল করে ।
মাইকেল তার বন্ধুর অফিস যুক্ত থাকার জায়গায় পুরো মদ্যপ অবস্হায় আসে ।সে হল রুমে ঢোকে ও রিশেপসনে কাঁচের টেবিলের সাপোর্ট নেয় এমনভাবে,যে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও গোল কাঁচের স্ল্যাব টা ভেঙে যায় । সে পা পিছলে মাটিতে পড়ে যায় ও ভাঙা কাচের টুকরোগুলোর সাথে মাটিতে শুয়ে থাকে ।তার বন্ধুরা চাণক্য (কেরানি) , হিরো (প্রতিষ্ঠিত গায়ক), ও আক্রম (ছাত্র) অফিসের অন্যান্য ঘর ও জায়গা থেকে বেরিয়ে আসে ।তারা মাইকেলকে মেঝে থেকে টেনে তোলে ও তাকে দাঁড় করানোর চেষ্টা করায় । সে অবিলম্বে বেসিনের দিকে দৌড়ে যায় ও বেসিনে বমি করে দেয় ।সে কোনোভাবে বেসিন ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে এবং আস্তে আস্তে জানলার স্ল্যাবের সাপোর্ট নিয়ে নিজে দাঁড়ায় ।
3 comments on “FAMILY EPISODE 3”
” সহ্য হয় না, যখন খাও কেনো?”- উক্তিটি কার ?
এই উক্তিটি হল – চাণক্য এর
Ei uktiti holo chanakya r