FAMILY EPISODE 3

<<GO BACK        ENGLISH        NEXT>>

বাংলা ওয়েব সিরিজ : ফ্যামিলি

পর্ব ৩ : মাতাল বর

প্রতিটি মাতাল স্বামীর তার স্ত্রীর জন্য নিজস্ব একটি গল্প থাকে !

পরিচালক ও প্রযোজক : সঞ্জীব নাথ

 

চিত্রনাট্য

যুক্তমুখী (বউ) কিছু সেকেন্ডের জন্য তার ভাই পরশের বলা অপারেশন এর প্রস্তুতির কথা ভেবে নেয় ।

ভাই

আমি চললাম কালকের অপারেশনের তৈয়ারী করতে...

 

এবং তার স্বামী মাইকেল মধুসূদন সমাদ্দার এর নম্বর এ ডায়াল করে ।

 

মাইকেল তার বন্ধুর অফিস যুক্ত থাকার জায়গায় পুরো মদ্যপ  অবস্হায় আসে ।সে হল রুমে ঢোকে ও রিশেপসনে কাঁচের টেবিলের সাপোর্ট নেয় এমনভাবে,যে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও গোল কাঁচের স্ল্যাব টা ভেঙে যায় । সে পা পিছলে মাটিতে পড়ে যায় ও ভাঙা কাচের টুকরোগুলোর সাথে মাটিতে শুয়ে থাকে ।তার বন্ধুরা চাণক্য (কেরানি) , হিরো (প্রতিষ্ঠিত গায়ক), ও আক্রম (ছাত্র) অফিসের অন্যান্য ঘর ও জায়গা থেকে বেরিয়ে আসে ।তারা মাইকেলকে মেঝে থেকে টেনে তোলে ও তাকে দাঁড় করানোর চেষ্টা করায় । সে অবিলম্বে বেসিনের দিকে দৌড়ে যায় ও বেসিনে বমি করে দেয় ।সে কোনোভাবে বেসিন ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে এবং আস্তে আস্তে জানলার স্ল্যাবের সাপোর্ট নিয়ে নিজে দাঁড়ায় ।

রাম
এই ভাই মাইকেল, উঠে পর
হিরো
কি ব্যাপার এম এম এস, আজ আবার ?
মাইকেল
আবার এম এম এস !
না ....আজ না !
চাণক্য
কি হচ্ছে হিরো ।
থামো তো বাপু, এখন আর তোমার ওই
এস এম এস, এম এম এস এসব শুরু করো না ।
হিরো
ওকে চাকা, শুরু করছি না ।
কিন্তু একটু আগেই বেসিন টা পরিষ্কার করলাম ।
রাম
তুমি কোথায়,
বেসিন তো আমি পরিষ্কার করলাম ।
হিরো
ওই হলো,
এই মুহূর্তে কে করেছে সেটা ইমপর্টেন্ট নয়,
বেসিন পরিষ্কার ই হউক, কি নোংরা,
ইমপর্টেন্ট হচ্ছে কারেন্ট স্ট্যাটাস  !
বেসিন হল মালতী বউদি'র বাথরুম -এর জানলার মতো,
সে খোলা হোক, কি ভাঙা ।
ইমপর্টেন্ট হচ্ছে কারেন্ট স্ট্যাটাস,
যে মালতী দেবী স্নান করছে কিনা !
চাণক্য
টেনসন করো না,
এই নিয়ে পঞ্চম বার তো, নাকি ।
হিরো
তো ?
রাম
তো কিছুই না
শুধু জল বেরোচ্ছে,
এক্কেবারে ক্লিন ট্যাপ ওয়াটার !
হিরো
জিয়ো চাকা,
এখানেও তোমার চুল চেরা হিসেব !
মাইকেল
কার চুল ? মালতী দেবীর ?
জাতে মাতাল তালে ঠিক ।
হ্যাঁ গুরু, জানলার ফাঁক দিয়ে চুলের রহস্য উন্মোচন হচ্ছে
দেখবে এসো ।
মাইকেল (তাকানোর চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ
 হারিয়ে ফেলে)
আহমম ।
চাণক্য
সহ্য হয় না, যখন খাও কেনো ?
মাইকেল
সহ্য হওয়ার জন্য কি আর খাই ?
সহ্য হয় না বলে খাই ।
শালা, জীবন ঝালা পালা করে দিলো !
হিরো (স্মিত হেসে)
কে গুরু ?
বস না রিসিপশনিস্ট !
রাম
মাইকেল দা, ফোন টা বাজছে তো
তোলার কৃপা টা করো !
মাইকেল (মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে)
কে করছে দেখবি ?
এই দেখ, করলাম কৃপা ।
এবার তোদের ও ঝালাপালা হবে !
হেল্লো ...
যুক্তমুখী
হেল্লো
মাইকেল
হেল্লো হেল্লো কেনো করে যাচ্ছ ?
কি বলবে বলো ...
যুক্তমুখী
একবার ই তো হেল্লো বললাম ...
তুমি কোথায় ?
মাইকেল
কোথায়আবার ,অফিসে !
যুক্তমুখী
অফিসে তো তোমার আশে পাশে বাকি
মাতাল দের আওয়াজ পাচ্ছি না কেনো ?
মাইকেল
মাতাল দের আওয়াজ চাই ?
এই নাও ....
মাইকেল খানিকটা অনিয়ন্ত্রিত ভাবে হিরোর কাছে যায় ও তার কাঁধে হাত রেখে তাকে কথা বলার জন্য জিজ্ঞেস করে । হিরো তখন ই মাতালের মতো করে কথা বলতে শুরু করে...
হিরো (ধীরে এগিয়ে যায়)
মি. মাইকেল, কি হচ্ছে!
আমাকে আবার কেনো ?
"বাহো মে বোতল,বোতল মে দারু
দারু মে মেরি নাশা ।
একবার জিসন,থোরি সি পিলি
বেহোস ও গয়া ।
ঝুম ঝুম ঝুম ঝুম ঝুম..."
মাইকেল (রামের দিকে এগিয়ে যায়)
আর শুনবে ? এই নাও ...
যুক্তমুখী
কি হচ্ছে কি এটা ?
হেল্লো... হেল্লো...
মাইকেল
না না শোনো তুমি ....
রাম (অপ্রস্তুতভাবে)
আরে মাইকেল দা,কি হচ্ছে ?
যুক্তমুখী (সংযোগ বিচ্ছিন্ন করে দেয়)
হেল্লো...
কেনো উপহাসমূলক দৃশ্য তৈরী করছ এভাবে ?
হেল্লো...
আমি রাখছি, পরে কথা বলছি ...
মাইকেল (কিছুটা নিয়ন্ত্রিত ভাবে)
যাক্ বাঁচা গেলো ।
রাম টার কপাল ভালো, অল্পেই ছার পেলো !
কেলানে আমার,
একটু ঠিক করে মাতালের অভিনয় করতে পারিস না !
তোর চক্করে যদি কোনোদিন সন্দেহপ্রবণ হয় না,
সেদিন তোর মজা দেখাবো !
চাণক্য
মজা না হয় দেখাবে,
একবার জিজ্ঞেস তো করতে পারতে
যে কেনো ফোন করেছিলো !
মাইকেল
একটা কেলানেও তো বিবাহিত নও তোমরা !
বউ থাকতো একটা করে,
তখন দেখতাম, কতো ধানে কতো চাল ।
হিরো
ধান চালের কথা বলিস না,
চাকা এখন ই পেন খাতা নিয়ে হিসাব
কসতে বসে পড়বে ।
চাণক্য
থামো তো হিরো ।
তুমি নিশ্চই বাড়িতে কিছু জটিলতা
করে এসেছো মাইকেল,
তাই জুক্তামুখি  ফোন করেছিলো
তাই না ?
মাইকেল
চাকা সব কিছুতেই আমার দোষ দেখে !
আমি জটিলতা করে এসেছি ?
ভাই বোন মিলে আমার হাল খারাপ করে রেখেছে ।
শালা শশুড় শাশুড়ি বোধ হয় সি-সও
খেলতে খেলতে প্যায়দা করেছিলো দুটো কে ।
বড় টা এইটুকু ছোটো, ছোটো টা অ্যায়সা বড়ো ..
কতো অভাগা আমি !
হিরো
যা তা বলছিস তো ।
সি-সও , ছোটো বড়ো ...
যা তা অর্থহীন তুলনা ইয়ার !
মাইকেল
অর্থহীন বললি তো,
এই গেরি কে বলবো,
আর দেখবি গেরি এক্কেবারে মুখ যুক্তকরে
অর্থ বার করে যুক্তামুখী আমার শ্রাদ্ধ করবে ...
"যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম"
ছাড় শালা ...
অনেক রাত হলো,আমি এবার উঠি ....
চাণক্য
উঠি কি ?
এই অবস্হায় তোমায় আর গাড়ি
চালাতে হবে না
হিরো, তুমি বাপু ছেড়ে এসো ।
হিরো
তথাস্তু ।
এই দেখ, গাড়ির চাবিটা দেখ কোন
পকেটে রেখেছিস !
আদোতেও রেখেছিস কিনা !
আর শোন, আমাদের দিয়ে যুক্তমুখী-কে
প্রতিদিন বার বার ফোন করানো টা বন্ধ কর ।
ঠিক আছে ?
ভালো লাগে না প্রতিবার ...
 মাইকেল কোনো কথা বলে না,নিজের
পকেটে ও অন্তরঙ্গে চাবি খুঁজতে
শুরু করে ।

3 comments on “FAMILY EPISODE 3

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!