মিউজিক ভিডিও
হেট হেট হেট হেট
ডোন্ট হেট ডোন্ট হেট
কোরো না কোরো না
মাথা হেট তোমার
কোরো না কোরো না
মাথা হেট তোমার
কি দেখতে কি ফেলবে
দেখে যে আমার !
লাভ লাভ লাভ লাভ
ওয়ান্ট লাভ ওয়ান্ট লাভ
কেন চাও কেন চাও
শুধু লাভের হিসাব
কেন চাও কেন চাও
শুধু লাভের হিসাব
ভালোবাসার গল্প তো যেন
স্বার্থ হীনের কিতাব !
কালো কালো কালো কালো
কাজলা চোখ যে তোমার
কালো কালো কালো কালো
কাজলা চোখ যে তোমার
নানা নানা
নানা নানা
এ কালো যে নয় সে কাজল তোমার
রাত রাত জেগে জেগে কালি পড়েছে আমার !
হেট হেট হেট হেট
ডোন্ট হেট ডোন্ট হেট
লাভ লাভ লাভ লাভ
ওয়ান্ট লাভ ওয়ান্ট লাভ
হেট হেট হেট হেট
ডোন্ট হেট ডোন্ট হেট
লাভ লাভ লাভ লাভ
ওয়ান্ট লাভ ওয়ান্ট লাভ
মিউজিক ভিডিও দৃশ্য :-
১. যুবকটি তার প্রেমিকাকে তোলার চেষ্টা করে, কিন্তু অবশেষে মেয়েটি তাকে তুলে নেয় ।
২. খুব ধীর গতিতে দৌড়ানো দেখানো হয় ও ছেলেটি কোনো পিছল মাটিতে পড়ে যায় ।
৩. মেয়েটি যে গতিতে হাঁটছিল, সেই বেগে ছেলেটি সাইকেল চালাচ্ছিল ও হঠাৎ মেয়েটির ওপর পড়ে যায় ।
৪. মেয়েটি ছেলেটির ওপর ঝুঁকে পড়ে ও ছেলেটি নিজের নিয়ন্ত্রণ
হারিয়ে ফেলে ।
৫. মেয়েটি পা দিয়ে ছেলেটির বুকে চাপ দেয় ও ছেলেটি কাশতে শুরু করে ।
৬. ছেলেটি মেয়েটির কোমর ধরতে চেষ্টা করে ও ঘোরাতে চায় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ।
৭. মেয়েটি ছেলেটির জামা ধরে বোতাম খোলার জন্য, জামাটি পিছন দিক থেকে ছিঁড়ে যায় ।
৮. মেয়েটি অন্তরঙ্গভাবে ছেলেটির ওপর শুয়ে পড়ে , ছেলেটি নিঃশ্বাস নিতে না পারায় (মেয়েটির ভারী শরীরের জন্য) যে হাল হয় তা দেখানো হয় আস্তে আস্তে ।
৯. ছেলেটি তার টুপি এবং পোশাক দিয়ে এবং লাঠি বা দড়ি ধরে আর শ্রীকৃষ্ণের মতো পা / শরীর বাঁকিয়ে কাউবয় স্টাইল দেখানোর চেষ্টা করে, এবং হাত পিছলে মাটিতে পড়ে যায় ।
বোন
আমার-ও তো হেট স্টোরি-র ফিল হয়,
ঘেন্নার ফিল
মুটকি হচ্ছেই ওমনি,
দেখ না তোর-ও তো রোম্যান্টিক মুডে
হেট-স্টোরি-র-ই ফিল হয় !
ভাই
বেশ, তুই থাক তোর ফিল নিয়ে ।
তোকে কিচ্ছু করতে হবে না আমার জন্যে ।
যে আমাদের কথা ভাবে,
তাকেই বলবো বাবা'র সাথে কথা বলতে ।
বোন
আর সেই মহানুভব অবতার টা কে শুনি?
ভাই
তোর শোনার দরকার নেই ।
আমার প্রবলেম, আমি বুঝে নেবো ।
তুই থাক তোর কুটিল মন নিয়ে ।
বোন ( কাঁদোকাঁদো অবস্হায় )
কি বললি ?
কুটিল মন আমার ?
একটা বাইরের মেয়ের জন্যে
তুই এতো বড় কথাটা আমাকে বলতে পারলি ?
ভাই
খবরদার দিদি,
জুহি কে বাইরের মেয়ে বলবি না
বোন
বেশ করবো ।
মুটকি, চোর,বাইরের মেয়ে,
সব বলবো ।
ভাই
একি পরীক্ষার পরা মুখস্ত করা পেয়েছিস, যে
সব জিষ্ট করে একসাথে বলছিস ?
তুই মুখস্হ করে জপতে থাক,
আমি চললাম কালকের অপারেশনের তৈয়ারী করতে....
ছেলেটি ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে যায় ।তার বোন তার দিকে তাকায় না । কিছুক্ষন পর বোন দরজার দিকে যখন তাকায় তখন ভাইয়ের বলা শেষ কথাগুলি মাথায় ঘুরতে থাকে ।
ভাই
আমি চললাম কালকের অপারেশনের তৈয়ারী করতে....
বোন
তুই দিবা স্বপ্ন দেখা বন্ধ কর আর শোন
তোর ওই মুটি গাধা স্বপ্নের মধ্যেও হাই তোলে নাকি ?
ভাই
তুই মর ।
বোন কিছুক্ষণ ভাবে ও তারপর নিজের স্বামীর নম্বরে কল করে ।