Recitation
আমি (Ami)
You're beautiful, I love you...
রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)
Poem from সঞ্চয়িতা (Sanchayita)
Original book শ্যামলী (Shyamalee)
Written on ১৫ জ্যৈষ্ঠ ১৩৪৩ (Bengali date 15th Jyaistha 1343)
Recitation ( কবিতা আবৃত্তি ) by Sanjib Nath
কবিতা
Scroll down for English script ⇓
আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ,
চুনি উঠলো রাঙা হয়ে ।
আমি চোখ মেললুম আকাশে -
জ্বলে উঠল আলো
পুবে পশ্চিমে ।
গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর’ -
সুন্দর হল সে ।
তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয় ।
আমি বলব এ সত্য,
তাই এ কাব্য ।
এ আমার অহংকার,
অহংকার সমস্ত মানুষের হয়ে ।
মানুষের অহংকারপটেই
. বিশ্বকর্মার বিশ্বশিল্প ।
তত্ত্বজ্ঞানী জপ করছেন নিশ্বাসে প্রশ্বাসে -
না, না, না -
না পান্না, না চুন্নি, না আলো, না গোলাপ,
. না আমি, না তুমি ।
ও দিকে, অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা
মানুষের সীমানায়,
. তাকেই বলে 'আমি' ।
সেই আমি'র গহনে আলো-আঁধারের ঘটল সংগম,
দেখা দিল রূপ, জেগে উঠল রস ;
'না' কখন ফুটে উঠে হল 'হাঁ', মায়ার মন্ত্রে,
রেখায় রঙে, সুখে দুঃখে ।।
একে বোলো না তত্ত্ব -
আমার মন হয়েছে পুলকিত
বিশ্ব-আমি'র রচনার আসরে
. হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রঙ ।।
পন্ডিত বলছেন -
বুড়ো চন্দ্রটা, নিষ্ঠুর চতুর হাসি তার,
. মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে
. পৃথিবীর পাঁজরের কাছে ।
একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে ;
মর্তলোকে মহাকালের নূতন খাতায়
. পাতা জুড়ে নামবে একটা শূন্য,
গিলে ফেলবে দিনরাতের জমাখরচ ;
মানুষের কীর্তি হারাবে অমরতার ভান,
তার ইতিহাসে লেপে দেবে
অনন্ত রাত্রির কালী ।
মানুষের যাবার দিনের চোখ
. বিশ্ব থেকে নিকিয়ে নেবে রঙ,
মানুষের যাবার দিনের মন
ছানিয়ে নেবে রস ।
শক্তির কম্পন চলবে আকাশে আকাশে,
জ্বলবে না কোথাও আলো ।
বীণাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে,
বাজবে না সুর ।
সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে
. নীলিমাহীন আকাশে
ব্যাক্তিত্বহারা অস্তিত্বের গণিততত্ত্ব নিয়ে ।
. তখন বিরাট বিশ্বভুবনে
দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে
এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই -
'তুমি সুন্দর',
. 'আমি ভালোবাসি' ।
বিধাতা কি আবার বসবেন সাধনা করতে
যুগযুগান্তর ধ'রে -
প্রলয়সন্ধ্যায় জপ করবেন
. 'কথা কও, কথা কও',
বলবেন 'বলো, তুমি সুন্দর',
. বলবেন 'বলো, আমি ভালোবাসি' ? ।
POEM
Amari Chetonar Ronge Panna Holo Shobuj,
Chuni Uthlo Ranga Hoye.
Ami chokh mellum akashe -
Jwole Uthlo Alo
Pube Poshchime.
Golaper dike Cheye Bollum 'Shundor' -
Shundor Holo Se.
Tumi Bolbe E Je Tattwo Kotha, e kobir bani noi.
Ami Bolbo E Sotto,
Tai E Kabbo.
E Amar ohongkar,
Ohongkar Samosto Manusher Hoye.
Manusher Ohongkarpotei
. Bishhokormar Bishhoshilpo.
Tattwogyani Jop Korchen Nishhashe Proshhashe -
Na, Na, Na -
Na Panna, Na Chunni, Na Alo, Na Golap,
. Na Ami, Na Tumi.
O dike, Oshim Jini Tini Swayong Korchen Shadhona
. Manusher Simanay.
. Takei Bole 'Ami'.
Sei Ami'r Gohone Alo-Adharer Ghotlo Sangom,
Dekha Dilo Roop, Jege Uthlo Ros ;
'Na' Kokhon Fute Uthlo 'Ha', Mayar Montre,
Rekhay Ronge, Sukhe Dukhe.
Eke Bolona Tattwo -
Amar Mon Hoyeche Pulokito
Bishwo-Ami'r Rochonar Ashore
. Hate Niye Tuli, Patre Niye Rong.
Pondit Bolchen -
Buro Chondrota, Nisthur Chotur Hasi Taar,
Mrittuduter Mato Guri Mere Ashche Se
Prithibir Pajorer Kache.
Ekdin Debe Chorom Tan Tar Sagore Parbote ;
Mortoloke Mohakaler Nuton Khatai
. Pata Jure Nambe Ekta Shunno,
Gile felbe Dinrater Jomakharoch ;
Manusher Kirti Harabe amorotar Bhan,
Tar Itihashe Lepe Debe
Anonto Raatrir Kali.
Manusher Jabar Diner Chokh
. Bishwo Theke Nikiye Nebe Rong,
Manusher Jabar Diner Mon
. Chhaniye Nebe Ros.
Shaktir Kampon Cholbe Akashe Akashe,
Jwolbe na Kothao Alo.
Binahin Sobhay Jontrir Angul Nachbe,
Bajbena Sur.
Shedin Kobitwohin Bidhata Eka Roben Bose
. Nilimaheen Akashe
Bektitwohara Ostitwer Gonittattwo Niye.
. Tokhon Birat Bishhobhubone
Dure Durante anonto Oshongkho Loke Lokantore
E Bani Dhwonito Hobena Konokhanei -
'Tumi Sundar',
. 'Ami Bhalobashi'.
Bidhata Ki Abar Boshben Sadhona Korte
Jug Jugantor Dho're -
prolaysondhyay jop korben
'kotha Kao, kotha Kao',
Bolben 'Bolo, Tumi Sundar',
. Bolben 'Bolo, Ami Bhalobasi' ?.
66 comments on “AMI”
“মানুষের কীর্তি হারাবে অমরতার ভান”– কোন কবিতার লাইন ? পরের দু লাইন লেখো।
Ami kobitar line.
Tar Itihashe Lepe debe
Anonto Raattir kali.
Ami kobitar line.
Tar itihase lepe debe
Anonto rattir kali.
Ami kobitar thake neya hoyeche
Tar itihase lepa deba
Ananto ratir kali
‘Tumi bolbe e je tottwo kotha’ – kotha thk lime ti Neoa hoeche ? Ekhne dui rotner kotha bola hoeche ,ki ki ?
Line ti “Ami” kobita theke neoa hoache.
Rotno duti holo chuni r panna.
Lineti ‘AMI’ kobita thk neoa hoyche. Ekhane chunni r panna ei duto rotnor kotha bola hoyche.
ai line ti “AMI” kobita thke neya hyche ,
Ekhne j rotno dutir kotha bola hyche seta holo ‘Chuni’ & ‘Panna’.
Kobitar ti ami thake neya hoyeche
Ratan 2ti holo chuni r panna
-“ami” kobitar line.
-duto rotno bolte “chuni” r “panna” ar kotha bola hoyeche.
“আমি চোখ মেললুম আকাশে- জ্বলে উঠল আলো” – আলো কোন দিকে জ্বলে উঠল?
আলো জ্বলে উঠলো পুবে পশ্চিমে
আলো জ্বলে উঠল পুবে পশ্চিমে
Ans- pube poschime
Pube paschima jole uthlo
পুবে পশ্চিমে ।
আলো জ্বলে উঠলো পুবে পশ্চিমে ।
“হাতে নিয়ে তুলি,পাত্রে ___________ ” – শূন্যস্থান পূরণ কর ।
হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রঙ
Hate niye tuli Patra niye rang
Hat niye tuli patre niye rong
Ans- niye rong
হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং।
হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং ।
মানুষের অহংকারপটেই _________________
মানুষের অহংকারপটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প ।
মানুষের অহংকারপটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প।
Bishwakarmar bishashilpo
মানুষের অহংকারপটেই বিশ্বর্মার বিশ্বশিল্প ।
মানুষের অহংকারপটেই বিশ্বমার বিশ্বশিল্প ।
আমারই চেতনার রঙে _______________
আমারই চেতনার রঙে পান্না হল সবুজ
আমারই চেতনার রঙে পান্না হল সবুজ ।
আমারই চেতনার রঙে পান্না হল সবুজ ।
আমারই চেতনার রঙে পান্না হল সবুজ।
Panna holo sabuj
পন্ডিত বলছেন ______________
পন্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার,
মৃত্যুদৃতের মত গুড়ি মেরে আছে সে পৃথিবীর পাঁজরের কাছে।
পন্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদৃতের মত গুড়ি মেরে আছে সে পৃথিবীর পাঁজরের কাছে ।
পন্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদৃতের মত গুড়ি মেরে আছে সে পৃথিবীর পাঁজরের কাছে ।
Buro chandra ta nisthur chatir hasi tar mrithuduter mato guri mera ache se prithibir pajorer kache
পন্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদৃতের মত গুড়ি মেরে আছে সে পৃথিবীর পাঁজরের কাছে।
পন্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিতার মৃত্যু দৃতের মত গুড়ি মেরে আছে সে পৃথিবীর পাজরের কাছে।
তার ইতিহাসে লেপে দেবে __________।
অনন্ত রাত্রি কালি
Ananta ratri kali
Ananta ratri kali.
অনন্ত রাত্রি কালি।
অনন্ত রাত্রি কালি।
অনন্ত রাত্রি কাল।
সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে _____________ ব্যক্তিত্বহারা _____________ নিয়ে।
সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীনি আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিততত্ত্ব নিয়ে ।
সেদিন কবিত্ব হীন বিধাতা একা রবেন বসে
নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত্তত্ব নিয়ে।
Nilimahin akashe baktitohara ashitater ganittata niye
সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীনি আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গুণিতত্ত্ব হয়ে।
সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীনি আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের ganittata নিয়ে।
Eke bolo na totwo – kon grontho theke neoa hoeche ?
“শ্যামলী” গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।
Shyamalee grontho theke neya hyche.
Shyamali grantha thake neya hoyeche
শ্যামলী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
Shyamali grantha theke neoa hoyche.
Shyamoli theke neoa hoyeche
Shyamalee grantha thake neya hoyeche
শ্যামলী grontho থেকে নেওয়া হয়েছে।
“শ্যামলী” গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।