Ekla Mon

<<GO BACK              NEXT>>

Recitation

একলা মন (Lonely Heart)

Story of a lonely heart

Written, Performed & Created by ( কবিতা আবৃত্তি ) by Sanjib Nath

Recitation video about the passionate story of a lonely lover who is waiting to meet his girlfriend during the lockdown period of Janata Curfew in India.


POEM

Scroll down for English script ⇓

একলা আকাশ,
একলা বাতাস,
একলা মনের খাতা
পাতায় পাতায় লিখতে গিয়ে
দোয়াত দেখি ফাঁকা

একলা পথ,
একলা গাছ,
একলা মেঘের সার
কোণায় কোণায় মন আমার সঙ্গ চায়
তোমার, তোমার, শুধু তোমার।

একলা পাখি,
একলা ফুল,
একলা প্রজাপতি
আলিশান বারান্দায় অলস দুটি চোখ মোর
খোঁজে শুধু তোমার আকৃতি

একলা চেয়ার,
একলা টেবিল,
একলা সিংহাসন
খোকলা এক অ‍্যাম্পিথিয়েটরে
অপেক্ষারত আসনের মত
বইছি আমি তোমায় না পাওয়ার দহন।

একলা আলো,
একলা আঁধার,
একলা ঝিঁঝিঁর রোষ
বৃষ্টি ভেজা দেহ মন খোঁজে শুধু
তোমার স্নিগ্ধ পরশ।

একলা সবুজ,
একলা হলুদ,
একলা সকল রঙ্গ
আকাশ জুড়ে রামধনুর মতো
চায় হতে একাকার
প্রাণ তোমার সঙ্গ

একলা কান্না
একলা হাসি
একলা পাহাড় কালো
বদ্ধশ্বাসে বুক ফেটে যায়
মন মানে না কেনো
আর লাগে না ভালো
আর লাগে না ভালো...


(EKLA MON)

Ekla akash
Ekla batas
Ekla moner khata
Patay patay likhte giye
doyat dekhi phaka.

Ekla path
Ekla gach
Ekla megher sar
Konay Konay mon amar
Sango chay
Tomar tomar, sudhu tomar.

Ekla pakhi
Ekla phul
Ekla projapoti
Alishan baranday
Alos duti chokh mor
Khoje sudhu tomar akriti.

Ekla chair
Ekta table
Ekla sinhason
Khokla ek amphitheater e
Apekkha-rato asoner mato
Boichhi ami tomay na paoyar dahon.

Ekla alo
Ekla andhar
Ekla jhijhir rosh
Bristi bheja deho mon
Khoje sudhu
Tomar Snigdho parosh.

Ekla sobuj
Ekla holud
Ekla sakol rango
Akash jure Ramdhanur mato
chay hote ekakar
Pran tomar sango.

Ekla kanna
Ekla haasi
Ekla pahar kalo
Baddho sase buk phete jaay
Mon mane na keno
Aar lage na bhalo...

49 comments on “Ekla Mon

    1. একলা আলো,
      একলা আঁধার,
      একলা ঝিঁঝিঁর রোষ
      বৃষ্টি ভেজা দেহ মন খোঁজে শুধু
      তোমার স্নিগ্ধ পরশ

    2. একলা আলো,
      একলা আঁধার,
      একলা ঝিঁঝিঁর রোষ
      বৃষ্টি ভেজা দেহ মন খোঁজে শুধু
      তোমার স্নিগ্ধ পরশ ।

    3. Ekla aalo
      Ekla aadhar
      Ekla jhijhir rosh
      Bristi bejha deho mon khoje
      sudhu tomr singdho parosh.
      ———————————————-

  1. __________________Alisan baranday Alos duti chokh mor khoje sudhu tomar akriti : ei line er tar ager tinti line lekho.

  2. পাতায় পাতায় লিখতে গিয়ে ____________ দেখি ফাঁকা ।

    1. পাতায় পাতায় লিখতে গিয়ে দোয়াত দেখি ফাঁকা।

  3. “আকাশ জুড়ে রামধনুর মত”- কোন কবিতার লাইন ?পরের দু লাইন লেখো।

    1. ‘একলা মন’ কবিতার লাইন।
      —–চায় হতে একাকার
      প্রান তোমার সঙ্গ

  4. “বদ্ধশ্বাসে বুক ফেটে যায় ” – কোন কবিতার লাইন ?

    1. বৃষ্টি ভেজা দেহ মন খোঁজে শুধু তোমার স্নিগ্ধ পরশ

    2. বৃষ্টি ভেজা দেহ মন খোঁজে শুধু তোমার স্নিগ্ধ পরশ ।

    3. বৃষ্টি ভেজা দেহ মন খোঁজে শুধু তোমার স্নিগ্ধ পরশ।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!