DINER SESHE GHUMER DESHE

<<GO BACK              NEXT>>

Music Video

দিনের শেষে ঘুমের দেশে (DINER SESHE GHUMER DESHE)

At the end of the day, in the land of the rest...

Lyrics/Song : RABINDRANATH TAGORE

Singer: DEBASMITA CHATTERJEE

Music: ROBIN GANGULI

Director & Producer: SANJIB NATH


LYRICS

দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানো গান।

দিনের শেষে

নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া---
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনোশেষের শেষ খেয়ায়।

ওরে আয়

দিনের শেষে

ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘরপানে,
পাড়ে যারা যাবার গেছে পাড়ে;
ঘরেও নহে, পাড়েও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে।

ফুলের বাহার নাইকো যাহার,
ফসল যাহার ফলল না---
অশ্রু যাহার ফেলতে হাঁসি পায়---
দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
সে বসেছে ঘাটের কিনারায়।

ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনোশেষের শেষ খেয়ায়।
ওরে আয়

দিনের শেষে

50 comments on “DINER SESHE GHUMER DESHE

  1. ফুলের বাহার নাইকো যাহার ——— পরের চারটি লাইন লেখো।

    1. Fosol jahar follo na
      Ashru jahar felte hasi paay
      Diner alo jar furalo sanjher alo jollo na
      Se boseche ghater kinaray .

    2. fosol jahar follo na
      ashru jahar felte hasi paay
      diner alo jar furalo sanjher alo jollo na
      se boseche ghater kinaray.

    3. ফসল তাহার ফলল না
      অশ্রু তাহার ফেলতে হাসি পায়-
      দিনের আলো তার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
      সে বসেছে ঘাটের কিনারায়।

    4. ফসল তাহার ফলল না
      অশ্রু তাহার ফেলতে হাসি পায়-
      দিনের আলো তার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
      সে বসেছে ঘাটের কিনারায়।

    5. Fosol jahar follo na

      Ashru jahar felte hasi paay

      Diner alo jar furalo sanjher alo jollo na

      Se boseche ghater kinaray

    1. Ghore nohe pareo nohe je jon ache majhkhane .
      Sondhe bela, ke dheke nei tare.
      Fuler bahar neiko jhahar.

  2. ফুলের বাহার নাইকো যাহার…………………………..
    অশ্রু যাহার ফেলতে হাঁসি পায়।

    1. তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া।

    2. তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া।

    3. তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!