Music Video
দিনের শেষে ঘুমের দেশে (DINER SESHE GHUMER DESHE)
At the end of the day, in the land of the rest...
Lyrics/Song : RABINDRANATH TAGORE
Singer: DEBASMITA CHATTERJEE
Music: ROBIN GANGULI
Director & Producer: SANJIB NATH
LYRICS
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানো গান।
দিনের শেষে
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া---
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনোশেষের শেষ খেয়ায়।
ওরে আয়
দিনের শেষে
ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘরপানে,
পাড়ে যারা যাবার গেছে পাড়ে;
ঘরেও নহে, পাড়েও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে।
ফুলের বাহার নাইকো যাহার,
ফসল যাহার ফলল না---
অশ্রু যাহার ফেলতে হাঁসি পায়---
দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
সে বসেছে ঘাটের কিনারায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনোশেষের শেষ খেয়ায়।
ওরে আয়
দিনের শেষে
50 comments on “DINER SESHE GHUMER DESHE”
Diner seshe ghumer deshe gan ti kar lekha?
Rabindranath Tagore
Rabindranath Tagore
Rabindranath Tagore
Rabindranath tagore
এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা 🙏
Rabindranath Tagore
Diner sesha ghumer deshe…..gan tar music k diyache???
R singer k???
Music – Robin Ganguli
Singer – Debasmita Chatterjee
Music – Robin Ganguli .
Singer – Debasmita Chattopadhayay.
Music – Robin Ganguly
Singer- Debasmita Chatterjee
Music – Robin ganguly singer‐
Debasmita Chattopadhyay .
ফুলের বাহার নাইকো যাহার ——— পরের চারটি লাইন লেখো।
Fosol jahar follo na
Ashru jahar felte hasi paay
Diner alo jar furalo sanjher alo jollo na
Se boseche ghater kinaray .
fosol jahar follo na
ashru jahar felte hasi paay
diner alo jar furalo sanjher alo jollo na
se boseche ghater kinaray.
ফসল তাহার ফলল না
অশ্রু তাহার ফেলতে হাসি পায়-
দিনের আলো তার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
সে বসেছে ঘাটের কিনারায়।
ফসল তাহার ফলল না
অশ্রু তাহার ফেলতে হাসি পায়-
দিনের আলো তার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
সে বসেছে ঘাটের কিনারায়।
Fosol jahar follo na
Ashru jahar felte hasi paay
Diner alo jar furalo sanjher alo jollo na
Se boseche ghater kinaray
Ghore jara jabar tara Kokhon geche ghor pane pare jara jabar geche pare. Next 3 te line ki…..?
Ghoreo nohe,pareo nohe,je jon ache majhkhane
Sondhebela ke deke nei tare.
Fuler bahar naiko jahar.
Ghoreo nohe, pareo nohe , je jon ache majhkhane
Sodhebela ke deke nei tare
Fuler bahar naiko jahar.
Ghoreo nohe,pareo nohe,je jon
Ache majhkhane.
Sondhebela ke deke nei tare.
Fuler bahar neiko jahar.
Ghoreo nohe pareo nohe je Jon ache majh Khane.
Sondhe Bela ke Deke nei tare.
Fuler Bahar neiko jahar.
Ghore nohe pareo nohe je jon ache majhkhane .
Sondhe bela, ke dheke nei tare.
Fuler bahar neiko jhahar.
ফুলের বাহার নাইকো যাহার…………………………..
অশ্রু যাহার ফেলতে হাঁসি পায়।
ফসল যাহার ফলল না।
ফসল যাহার ফলল না…
ফসল যাহার ফলল না
__________ আলো জ্বলল না ।
সাঁঝের আলো জ্বলল না।
Sanjher aalo jollo na
সাঁঝের আলো জ্বলল না ।
Sajher alo jallo na
গেয়ে গেল______গান ।
গেয়ে গেল কাজ ভাঙানো গান ।
গেয়ে গেল কাজ ভাঙানো গান
গেয়ে গেল কাজ ভাঙানো গান ।
At the end __________ the rest…
At the end of the day, in the land of the rest
At the end of the day, in the land of the rest .
Of the day in the land of the rest
At the end of the day in the land of the rest .
At the end of the day in the land of the rest
Of the day in the land of the rest
তাদের পানে_______ টানে যাবো রে আজ ___________।
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া।
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া।
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া।
তাদের পানে vatar টানে যাব রে আজ ঘরছাড়া।
Vater tame jbo re aj ghar chera