Sayanir Protikkhay

<<GO BACK              NEXT>>

Recitation

সায়নীর প্রতীক্ষায় (Waiting for Sayani)

Letter from Mridul - a romantic love letter from Mridul to his girlfriend about the time when CAB and NRC issues created unstable situation in India.

Written & Created by ( কবিতা আবৃত্তি ) by Sanjib Nath

Mridul is worried about Sayani as the political situation is disturbed by CAB (Citizenship Amendment Bill),  CAA (Amended Citizenship Act) and NRC (National Register of Citizens). A love letter from Mridul about waiting for Sayani without getting any information about her for last couple of weeks.


LETTER

Scroll down for English script ⇓

তুই আমি দুজনে একটা মল-এ দেখা করেছি । কত্ত সুন্দর লাগছিলো তোকে, আমি তাকিয়ে ছিলাম হাঁদার মতো । তারপর, কেনো যেনো আমাকে বাড়ি ফিরতে হলো । তুই বললি যে মল-এ আমার জন্যে ওয়েট করবি, আর তারপর আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম । তারপর, দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে মল-এ গিয়ে দেখি পুরো মল-এ কেউ ভাঙচুর করেছে, তচনচ হয়ে আছে । তোকে খুঁজে পাচ্ছি না কোথাও । চারিদিকে ফাঁকা । সব ভাঙচুরের মাঝে তোকে কোথাও খুঁজে পাচ্ছিনা ।  হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখি এই শীতের মধ্যেও ঘেমে এক্কেবারে একাকার হয়ে গেছি । ঘুম ভেঙে উঠেও খুব খারাপ লাগছিলো, বিচ্ছিরি একটা ফীল ।

তুই এসেছিলি মল-এ ? এসেছিলি, তাই না ? স্বপ্নের মধ্যে ? দেখেছিলি কাল রাত-এ সেম স্বপ্ন ? দেখেছিলি, তাই না ? আমার সকালে মনে হলো, তুই-ও বোধ হয় এসেছিলি ওই মল-এ স্বপ্নে ! কে জানে কোন মল ছিল !!

সত্যি যদি এরকম হয়, রোজ রাত-এ স্বপ্নে যদি আমাদের দেখা হয়, কথা হয়, এমনি বিচ্ছিরি ভাবে নয়, ভালো ভাবে । ভালোবাসা-বাসি হয়, প্রেম হয়... কি মজা হবে, তাই না ! আর এমনি স্বপ্ন হতে হতে, একদিন যদি স্বপ্ন সত্যি হয়... এক্কেবারে ঠাকুমার রাজা-রানী-র গল্পের মতো... তাই না ?

এই দেখ... আর ভালো লাগছে না ! এক্ষুনি তোকে দেখতে ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে, চিন্তা-স্বপ্নের গন্ডি পেরিয়ে তোকে এক্ষুনি আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তোকে দেখতে ইচ্ছে করছে...

তুই খুব বাজে... আমাকে খুব ডিস্টার্ব করিস...

সিরিয়াসলি সায়নী, তোর ভালো লাগে এই ভাবে আমাকে ছাড়া থাকতে? কত্ত ভালো হতো, যদি সকালে ঘুম ভেঙে চোখ খুলেই তোকে দেখতে পেতাম...

মিসিং ইউ সো মাচ । কবে তোকে আমার সঙ্গে পাবো ? আর ভালো লাগে না । কাম ব্যাক সুন...

কিরে তুই, এদিকে তো মুখে কিছু বলিস না... তো রাতে এতো ডিস্টার্ব করিস কেন ?
কাল রাতে কি করছিলি ? সত্যি করে বল, কি ভাবছিলি ? রাত ৩:১৫ নাগাদ ঘুম ভেঙে গেলো !

তারপর আর ঘুম-ই আসছিলো না ! শুয়ে শুয়ে মুভি দেখতে গেলাম, হঠাৎ করে সব ক্যাব এন আর সি এসব এর মেসেজ আর ভিডিওস চলে এলো মোবাইল স্ক্রিন এ । কি হচ্ছে আমাদের দেশে । পার্টিরা নিজেদের স্বার্থ-সিদ্ধির জন্য নাচাচ্ছে, আর জনগণ দিব্বি নাচছে । আমি তো কিছুই বুঝলাম না । জনতা তো ক্যাব আর এন আর সির ফুল ফর্ম বা মিনিং ও জানে না ঠিক করে, কিন্তু সবাই প্রতিবাদ ও ভাঙচুর করছে । কেউ পক্ষে, কেউ বিপক্ষে । আমাদের ই ট্যাক্স এর টাকায় কেনা দেশের জিনিস পত্র আমরাই ভেঙে প্রতিবাদ জানাচ্ছি । কি চমৎকার বুদ্ধি আমাদের । কোনটা ঠিক কোনটা ভুল, সেটা যাচাই করে যে প্রতিবাদ করবো, সে ক্ষমতাও আমাদের আজ নেই । আমরা শুধু নাচছি ।

চারিদিকে সব মার্ দাঙ্গা না শুরু হয়ে যায় আমাদের এতো বুদ্ধিমান দেশ বাসিদের আন্দোলনের চোটে । এর মধ্যে তোদের দার্জিলিং এ যাবার যে কি দরকার ছিল কে জানে ! তোর কোনো আইডিয়া আছে যে কি ভাবে চিন্তায় চিন্তায় মরছি আমি । সেই দিনের পর থেকে তোর ফোন পেলাম না । হোটেল এ তো কতবার ফোন করলাম, ধরলো একজন সেদিন, বললো তোরা নাকি হোটেল ছেড়ে দিয়েছিস । অনেক সাহস করে কাকুর মোবাইল এ কল করেছিলাম, কেউ ধরলো না কলটা । তোরা নিশ্চই ভালো আছিস ? কোথায় তোরা ? একবার কল করেও তো জানাতে পারতি যে ঠিক আছিস । আমি কিন্তু ভীষন চিন্তায় আছি । এদিকে উল্টো পাল্টা সব খবর পাচ্ছি মার্ দাঙ্গার, এই সব ক্যাব ট্যাব নিয়ে । ও দিকে তোরা উত্তর বঙ্গে কি করছিস কে জানে । তোদের তো ফেরার কথা ছিল লাস্ট উইকে । কি হলো ? টিকিট কন্ফার্ম হয়নি ? নাকি... আমি কিন্তু পাগল হয়ে যাবো । তোকেই তারপর সারাজীবন পাগল বয়ে বেড়াতে হবে সঙ্গে করে, এই বলে দিলাম ।

তাড়াতাড়ি ফিরে আয় । এতো ঘুরতে হবে না, অনেক হয়েছে পাহাড় পর্বত ।
বারবার নরম গলায় বলছি ফিরে আয়, ফিরে আয় । রেগে যাবো এবার । আমিও এমনি করে যোগাযোগ বন্ধ করে চুপ করে লুকিয়ে থাকব কোথাও । তখন বুঝবি ।

এক মাস হতে চললো প্রায়... সেই দু'সপ্তার নাম করে তোরা ঘুরতে গেলি । প্রথমে সেই একদিন ফোন ধরেছিলি । তারপর থেকে না চিঠি, না ফোন । বুঝিস কতটা টেনশন হয় ! আয় ফেরত তুই । তারপর, এই এক এক দিনের শোধ নেব আমি । মনে থাকে যেন ।

তোর মৃদুল'দা ।

(SAYANIR PROTIKKHAY)

tui ami dujone ekta Mall-e dekha korechhi. katto sundor lagchhilo toke, ami takiye chhilam hadar mato. tarpor, keno jeno amake bari phirte holo. tui bolli je Mall-e amar jonye wait korbi, r tarpor ami bari-te giye ghumiye porechhilam. tarpor, doure doure mall giye dekhi puro mall e keu vangchur korechhe, tachnach hoye achhe. toke khuje pachhi na kothao. hothat ghum bhenge uthe dekhi gheme gechhi ai thanday. ghum venge utheo kharap lagchhilo, bichhiri ekta feel.

tui esechhili Mall-e? esechhili, tai na? swapner modhye? dekhechhili kaal raat-e same swapno? dekhechhili, tai na? amar sokale mone hochhilo, tui-o bodh hoy esechhili oi Mall-e swapne! ke jaane kon Mall chhilo ota!!

sotyi jodi erakom hoy, roj raat-e swapne jodi amader dekha hoy, kotha hoy, emni bichhiri bhabe noy, bhalo bhabe. bhalobasa-basi hoy, prem hoy... ki moja hobe, tai na!
r emni swapno hote hote, ekdin jodi swapno sotyi hoy... r Mridul-Sayani-r milon hoy! ekkebare thakumar Raja-Rani-r golper mato... tai na?

ei dekh... r bhalo lagchhe na! ekkhuni toke dekhte ichhe korchhe, ador korte ichhe korchhe, chinta-swapner gondi periye toke ekkhuni amar buker modhye joriye dhorte ichhe korchhe, toke dekhte ichhe korchhe...

tui khub baaje... amake khub disturbe koris...

Seriously Sayani, Tor bhalo lage ai bhabe Amake chhara thakte? Katto bhalo hoto, jodi sokale ghum bhenge chokh khulei toke dekhte petam...

Missing u so much Sayani. Kobe toke amar songe pabo? R bhalo lage na. Come back soon...

Kire tui, edike to mukhe kichhu bolis na... to raat-e eto disturbe koris keno?
kaal raat-e ki korchhili? sotyi kore bal, ki bhabchhili? raat 3:15 nagad ghum bhenge gelo!
tarpor r ghum-i aschhilo na! suye suye movie dekhte gelam, hothat kore sab CAB NRC esab er msg r videos chole elo mobile screen e. ki hochhe amader deshe. party ra nijeder swartho-siddhir jonye nachachhe, r janogon dibbi nachhe. ami to kichhui bujhlam na. janota to CAB r NRC r full form ba meaning o jane na thik kore, kintu sobai protibad r vangchur korchhe. keu pokkhye, keu bipokkhye. amader i tax er takay kena desher jinis patro amrai venge protibad janachhi. ki chamotkar buddhi amader. konta thik konta vul, seta jachai kore je protibad korbo, se khamotao amader aj nei. amra sudhu nachchi.

charidike sab mar danga na suru hoye jaay amader eto buddhiman desh basider andoloner chote. er modhye toder Darjeeling e jabar je ki dorkar chhilo ke jane! tor kono idea achhe je ki vabe chintay chintay morchhi ami. sei diner por theke tor phone pelam na. Hotel e to katobar phone korlam, dhorlo ekjon sedin, bollo tora naki hotel chhere diyechhis. onek sahosh kore kakur mobile e call korechhilam, keu dhorlo na call ta. tora nischoi bhalo achhis. kothay tora? ekbar call koreo to janate parti je thik achhis. ami kintu bhishon chintay achhi. edike ulto palta sab khabor pachhi mar dangar, ai sab CAB TAB niye. o dike tora uttor bonge ki korchhis ke jane. toder to pherar kotha chhilo last week e. ki holo? ticket confirm hoyni? naki... ami kintu pagol hoye jabo. tokei tarpor sarajibon pagol boye berate hobe songe kore, ai bole dilam.

taratari phire aay. eto ghurte hobe na, onek hoyechhe pahar parbot.
barbar narom golay bolchhi phire aay, phire aay. rege jabo ebar. amio emni kore jogajog bandho kore chup kore lukiye thakbo kothao. takhon bujhbi.

ek maas pray hote chollo... sei du soptar naam kore tora ghurte geli. sei ekdin phone dhorechhili. tarpor theke na chithi, na phone.
aay pherot tui. tarpor, ei ek ekta diner shodh nebo ami. mone thake jeno.

Tor Mridul'da.

63 comments on “Sayanir Protikkhay

  1. সিরিয়াসলি ____________ তোর ভালো লাগে এই ভাবে আমাকে ছাড়া থাকতে ?

    1. সিরিয়াসলি সায়নী তোর ভালো লাগে এইভাবে আমাকে ছাড়া থাকতে

    2. সিরিয়াসলি সায়নী তোর ভালো লাগে এই ভাবে আমাকে ছাড়া থাকতে ?

  2. “এই এক এক দিনের শোধ নেব”- কে কাকে বলেছিল?

  3. তুই খুব বাজে…… আমাকে খুব ডিস্টার্ব করিস।
    লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে?

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!