Mahamari

<<GO BACK              NEXT>>

Recitation

মহামারী (Corona epidemic)

Awareness recitation video about corona virus threat and epidemic in India and the whole world.

Written & Created by ( কবিতা আবৃত্তি ) by Sanjib Nath

Corona virus infection is spreading everywhere and people are not taking the government initiative and other precautions seriously. Corona became worldwide threat to us and became epidemic. Killing many people everyday. We need to follow home quarantine and maintain social distancing, hygiene strictly to fight corona virus.


POEM

Scroll down for English script ⇓

ছোটোবেলায় ঠাকুমার মুখে শুনেছিলাম
নিশুতি রাতে কুকুরের কান্না শুনতে পাওয়া নাকি মহামারীর লক্ষণ
আজ ক'রাত ধরেই কুকুরের নির্মম কান্না শুনতে পাই
জানি না আমার মনের ভুল কিনা
কিন্তু কুকুর কাঁদুক আর নাই কাঁদুক আজ মহামারী

মহামারী করোনা ভাইরাসের, মহামারী সংক্রমণের

মহামারী আমাদের অসততার, মহামারী আমাদের বোকামির

ইতালি চীন স্পেনের নির্মম দৃশ্য দেখার পরও
আজ রাস্তায় গাড়ির আওয়াজে কান ফাটে, বুক কাঁপে
আজও আমরা রাস্তায় কৌতুহলবশে দেখতে বেরোচ্ছি যে ক'জন রাস্তায় বেরোলো
মিষ্টি কিনতে বেশি ভীড়, নাকি চায়ের দোকানে, নাকি চিকেনের লাইনে

হাতে হাত, খবরের কাগজ, শাক সবজি, ফলমূল, দরজা, রেলিং, ট্রেন বাস, সাইকেলের হ‍্যান্ডেল সব সংক্রামিত
তবু কিছু বুদ্ধিমান হাসি মুখে সেলুনে বসে চুল কাটাচ্ছে
ডক্টর নার্সরা পর্যন্ত নিজেদের বাঁচাতে অক্ষম
আর আমাদের গায়ে গা ঘষে  লাইনে দাঁড়িয়ে এক্সট্রা জিনিস কিনে রাখার ধুম পড়ে গেছে

মহামারি আমাদের লোভের
অতিরিক্ত জমিয়ে রাখা খাবার খাবে কে রে ?
যদি আজ লাইনে দাঁড়িয়ে করোনার ছোঁয়া নিয়ে বাড়ি ফিরিস

মহামারী আমাদের দুর্বুদ্ধির
আজও আমরা নিউজ পেপার কেনার লাইনে দাঁড়াতে ব‍্যস্ত
আর ওদিকে লন্ডন অস্ট্রেলিয়া জার্মান ফেরত শিক্ষিত বাবুদের বাড়ি থেকে
গুটি গুটি পায়ে করোনা এসে ঢুকছে আমাদের ঘরে
খবরের কাগজে ভর করে
কিংবা বুদ্ধি করে অর্ডার করা অনলাইনের প‍্যাকেটে কিংবা হোম ডেলিভারির খাবারের সঙ্গে

মহামারি আজ আমাদের নির্লজ্জ সাহসের
ভ‍্যাকেশন ভেবে পাড়ার মোড়ে একসঙ্গে বসে গল্প করছি
কোন দেশে কত মরলো
ওরে কাল তোর মৃত্যুর গল্প কে করবে
খোঁজ রেখেছিস তার?

আজ যদি তোর হাত অন‍্য কিছু ছুঁতে ভয় না পায়
তোর পা রাস্তায় বেরোতে না কাঁপে
তাহলে ডক্টর নার্স ও কাল তোর শরীর ছোঁবে গ্লাভস পরে আর তোর
বাড়ির লোককে ও তোর মরা মুখ দেখতে হবে জানলায় দাঁড়িয়ে মাস্ক পরে
খোঁজ রেখেছিস তার?

কান পেতে শোন রোজ রাতে কুকুর কাঁদে

 শুনতে না পেলেও জেনে রাখ
কুকুর কাঁদুক আর নাই কাঁদুক
আজ মহামারী


(MAHAMARI)

chhotobelay thakumar mukhe sunechhilam

nishuti raate kukurer kanna sunte paoya naki mahamarir lokkhon

aj k'raat dhorei kukurer nirmam kanna sunte pai

jani na amar moner bhul kina

kintu kukur kaduk r nai kaduk aj mahamari

mahamari corona virus er
mahamari sankroman er

mahamari amader asatotar
mahamari amader bokamir

italy china Spain er nirmam drishyo dekhar par o
aj rastay garir awaje kan phate, buk kape
aj o amra rastay kautuhal bose dekhte berochhi je k'jon rastay berolo
misti kinte beshi vir, naki chayer dokane, naki chicken er line e!

hate hat, khaborer kagoj, sak sobji, phal mul, dorja, relling, train bus, cycle er handle
sab sankraamito
tobu kichhu buddhiman hasi mukhe saloon e bose

chul katachhe

doctor nurse ra porjonto nijeder bachate okkhom

aar amader gaye ga ghose line diye extra jinis kine rakhar dhum porechhe

mohamari amader lobher
otirikto jomiye rakha khabar khabe ke re
jodi aj oi kenar line e dariye coronar chhoya niye bari firis

mohamari amader durbuddhir
aj o amra news paper kenar line e darate byasto
r odike london australia German ferot sikkhito babu der bari theke
guti guti paye corona ese dhukchhe amader ghore
khaborer kagoje bhor kore
kimba buddhi kore order kora online er packet e
kimba home delivery r khabar er songe

mohamari aj amader nirlajjyo sahosher
vacation bhebe parar more e eksonge bose galpo korchhi
kon deshe kato morlo
ore kal tor mrityur galpo ke korbe
khoj rekhechhis tar?

aj jodi tor hat onyo kichhu chhute bhoy na pay
tor pa rastay berote na kaape
tahole doctor nurse o kal tor sorir chhobe gloves pore aar tor
barir lokkeo tor mora mukh dekhte hobe janalay dariye mask pore
khoj rekhechhis tar?

kaan pete shon
roj raate kukur kade...

na shunte peleo jene rakh
kukur kaduk r nai kaduk
aj mahamari

46 comments on “Mahamari

  1. কে এবং কিভাবে গুটি গুটি পায়ে ঢুকছে আমাদের ঘরে?

  2. কোথাকার দৃশ্য দেখার পরও আজ রাস্তায় গাড়ির আওয়াজে কান ফাটে, বুক কাঁপে ??

    1. ইতালি , চিন, স্পেনের নির্মম দৃশ্য দেখার পরও আজ রাস্তায় গাড়ির আওয়াজ কান ফাটে ,বুক কাঁপে।

    2. ইতালি ,চিন ,স্প্নেনের, নির্মম দৃশ্য দেখার পর ও আজ রাস্তায় গাড়ি আওয়াজ কান ফাটে ,বুক কাঁপে।

    3. ইতালি, চীন, স্পেনের নির্মম দৃশ্য দেখার পরও আজ
      রাস্তায় গাড়ির আওয়াজ কান ফাটে বুক কাপে।

    1. আজ ও আমরা রাস্তায় কৌতূহলবসে দেখতে বেরোচ্ছি ।

    1. আজও আমরা রাস্তায় কৌতূহলবশে দেখতে বেরোচ্ছি ।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!