Recitation
হারিয়ে যাওয়া (Hariye Jaoya)
Lose oneself - save nature !
রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)
Poem from সঞ্চয়িতা (Sanchayita)
Original book পলাতক (Palatak)
Published in ১৩২৫ (Bengali year 1325)
Recitation ( কবিতা আবৃত্তি ) by Sanjib Nath
কবিতা
Scroll down for English script ⇓
ছোট্ট আমার মেয়ে
সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে
সিঁড়ি দিয়ে নীচের তলায় যাচ্ছিল সে নেমে
অন্ধকারে ভয়ে ভয়ে, থেমে থেমে ।
হাতে ছিল প্রদীপখানি,
আঁচল দিয়ে আড়াল ক'রে চলছিল সাবধানী ।।
আমি ছিলাম ছাতে
তারায়-ভরা চৈত্রমাসের রাতে ।
হঠাৎ মেয়ের কান্না শুনে, উঠে
দেখতে গেলেম ছুটে ।
সিঁড়ির মধ্যে যেতে যেতে
প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে ।
শুধাই তারে, 'কী হয়েছে বামী ?'
সে কেঁদে কয় নীচে থেকে, 'হারিয়ে গেছি আমি ।'
তারায়-ভরা চৈত্রমাসের রাতে
ফিরে গিয়ে ছাতে
মনে হল আকাশ-পানে চেয়ে,
আমার বামীর মতোই যেন অমনি কে এক মেয়ে
নীলাম্বরের আঁচলখানি ঘিরে
দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে ।
নিবত যদি আলো, যদি হঠাৎ যেত থামি,
আকাশ ভরে উঠত কেঁদে, 'হারিয়ে গেছি আমি !'
POEM
Chotto amar meye
Songinider dak shunte peye
Siri die nicher tolay jachilo se neme
Andhokare bhoye bhoye, theme theme.
Haate chilo prodipkhani,
Achol die aral ko're cholchilo sabdhani.
Ami chilam chhaate
Taray-bhora choitro maser rate.
Hathat meye r kanna sune, uthe
dekhte gelam chhute.
Sirir modhe jete jete
Prodip ta tar nibe geche batasete.
Sudhai tare, 'ki hoeche bami ?'
Se kede koy niche theke, 'harie gechi ami.'
Taray-bhora choitromaser rate
phire gie chhaate
Mone holo akash-pane cheye,
Amar bamir motoi jeno omni ke ak meye
Nilamborer acholkhani ghire
Dipshikhati bachiye eka cholche dhire dhire .
Nibto jodi alo, jodi hatat jeto thami,
Akash bhore uthto kede, 'harie gechi ami !'
46 comments on “HARIYE JAOYA”
Bahh, onek chotobelay ei kobita porechlm.. Sokoler jonno prosno ajker : harie jaoa meyetir nam ki? Kobitay kon maser ullekh ache?
Hariya jaoa maytis nam bami.choitrro maser kotha kobitay bola hoyche
Hariya jeya meyatar nam bami.ekhne choitro month katha bola hoyeche
Hariye jaoa meye tir nam bami
R akhne choitro maser kotha bola hoache..
Hariye jawa mey tir name – বামি
R kobitai চৈত্র মাসের ullekh kora hyche .
Hariye Jawa meyetir name Bami Kobitay choitro maser ullakh kora hoyeche
Hariye jawa meyetir name holo bami ekhane choitro maser ullekh kora hoyeche
Hariye jawa meyetir name bami ekane choitro maser ullekh hoyeche
Hariya jaoya মেয়েটির নাম bami
চৈত্র মাসের উল্লেখ রয়েছে
হাতে ছিল _ _ _ দিয়ে আড়াল করে
চলছিল সাবধানী।
Hate chilo prodip khani,
Achol dia aral kore cholchilo sabdhani .
Hate chilo Pradip khani.anchal diye aral kore cholchilo sabdhani
Hate chilo pradip khani .anchal diye aral kore cholchilo sabdani.
…………..acholkhani ghire dipshikati Bachiye eka cholche dhire dhire?
Nilamborer acholkhani ghire dipsikhati bachiye eka cholche dhire dhire.
Nilambkrer acholkhani ghore dipsikhati bachiya eka cholche dhire dhire.
Nilamborer acholkhani ghire dipsikhati bachiye eka cholche dhire dhire
Nilamborer acholkhani ghire dipsikhati bachiye eka cholche dhire dhire.
সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা কি হয়েছিল?
সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপ টা তার নিভে গেছে বাতাসেতে ।
Pradip ta tar niche gache batasete
Sirir modhe jete jete Pradip ta nive gache batasete.
Pradipta nive gache batasete.
Pradipta nive gache batashete.
তারায়- ভরা _________রাতে।
তারায় ভরা চৈত্র মাসের রাতে
তারায় ভরা চৈত্র মাসের রাতে
তারায় ভরা চৈত্র মাসে রাতে ।
Tarai vora choitra masher rate
তারায় ভরা চৈত্র মাসের রাতে।
নিবতো যদি আলো, যদি হঠাৎ যেত থেমে। আলো নিভে গেলে কি হতো.. ?
নিবত যদি আলো , যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে,’ হারিয়ে গেছি আমি ‘ ।
নিবত যদি আলো, যদি হঠাৎ যেতো থামি, আকাশ ভরে উঠত কেঁদে , ‘হারিয়ে গেছি আমি ! ‘
নিবতো যদি আলো, যদি হঠাৎ যেতো থামি
আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি।।
Akash vore uthto keda hariya gache ami
Akash vhore uthto kande, hariye gechi ami.
আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি ।
Akash vore uthto kede hariye gechi Ami
নিবত যদি আলো , যদি হঠাৎ যেতো থামি
আকাশ ভরে উঠত কেঁদে “হারিয়ে গেছি আমি”।।
Akash vore uthto keda hariya gache ami
কে কাদের ডাক শুনে কোথায় যাচ্ছিল?
বামি নিজের সঙ্গিনীদের ডাক শুনে সিড়ি দিয়ে নিচ তলায় যাচ্ছিল সে নেমে
বামি নিজের সঙ্গিনীদের ডাক শুনে সিঁড়ি দিয়ে নিচ তলায় যাচ্ছিল সে নেমে ।
Bani nijer sanginider dakho sune siri diye nich talay jachilo s name
বামি নিজের সঙ্গিনীদের ডাক শুনে সিঁড়ি দিয়ে নীচের তলায় যাচ্ছিল।
বামি নিজের সঙ্গীনীদের ডাক শুনে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল।