Recitation
রাহুর প্রেম (Rahur Prem)
রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)
Poem from সঞ্চয়িতা (Sanchayita)
Original book ছবি ও গান (Chhobi O Gaan)
Published in ১২৯০ (Bengali year 1290)
Recitation ( কবিতা আবৃত্তি ) by Sanjib Nath
কবিতা
Scroll down for English script ⇓
শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর ।
কঠিন বাঁধনে চরণ বেড়িয়া
চিরকাল তোরে রব আঁকড়িয়া
লোহার শিকল-ডোর ।
তুই তো আমার বন্দী অভাগী, বাঁধিয়াছি কারাগারে,
প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে ।
জগৎ-মাঝারে যেথায় বেড়াবি,
যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি,
বসন্তে শীতে দিবসে নিশীথে
সাথে সাথে তোর থাকিবে বাজিতে
এ পাষাণপ্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায়ে ধ'রে -
একবার তোরে দেখেছি যখন কেমনে এড়াবি মোরে ?
চাও নাহি চাও, ডাকো নাই ডাকো,
কাছেতে আমার থাকো নাই থাকো,
যাব সাথে সাথে, রব পায় পায়, রব গায় গায় মিশি —
এ বিষাদ ঘোর, এ আঁধার মুখ, এ অশ্রুজল, এই ভাঙা বুক,
ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি ।।
নিত্যকালের সঙ্গী আমি যে, আমি যে রে তোর ছায়া —
কিবা সে রোদনে কিবা সে হাসিতে
দেখিতে পাইবি কখনো পাশেতে
কভু সম্মুখে কভু পশ্চাতে আমার আঁধার কায়া !
গভীর নিশীথে একাকী যখন বসিয়া মলিনপ্রাণে,
চমকি উঠিয়া দেখিবি তরাসে
আমিও রয়েছি বসে তোর পাশে
চেয়ে তোর মুখপানে ।
যে দিকেই তুই ফিরাবি বয়ান
সেই দিকে আমি ফিরাব নয়ান,
যে দিকে চাহিবি আকাশে আমার আঁধার মুরতি আঁকা —
সকলি পড়িবে আমার আড়ালে, জগৎ পড়িবে ঢাকা ।
দুঃস্বপনের মতো চিরকাল তোমারে রহিব ঘিরে,
দিবসরজনী এ মুখ দেখিব তোমার নয়ননীরে ।
চিরভিক্ষার মতন দাঁড়ায়ে রব সম্মুখে তোর ।
‘দাও দাও' বলে কেবলি ডাকিব, ফেলিব নয়নলোর ।
কেবলি সাধিব, কেবলি কাঁদিব, কেবলি ফেলিব শ্বাস,
কানের কাছেতে প্রাণের কাছেতে করিব রে হাহুতাশ ।
মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব,
কাঁটার মতন দিবসরজনী পায়েতে বিঁধিয়ে রব ।
গত জনমের অভিশাপ-সম রব আমি কাছে কাছে,
ভাবী জনমের অদৃষ্ট-হেন বেড়াইব পাছে পাছে ।।
যেন রে অকূল সাগর-মাঝারে ডুবেছে জগৎ-তরী,
তারি মাঝে শুধু মোরা দুটি প্রাণী —
রয়েছি জড়ায়ে তোর বাহুখানি,
যুঝিস ছাড়াতে, ছাড়িব না তবু সে মহাসমুদ্র- 'পরি ।
পলে পলে তোর দেহ হয় ক্ষীণ,
পলে পলে তোর বাহু বলহীন —
দোঁহে অনন্তে ডুবি নিশিদিন, তবু আছি তোরে ধরি ।।
রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে —
মোর যাতনায় হইবি অধীর,
আমারি অনলে দহিবে শরীর,
অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে ।।
ঘুমাবি যখন স্বপন দেখিবি, কেবল দেখিবি মোরে —
এই অনিমেষ তৃষাতুর আঁখি চাহিয়া দেখিছে তোরে ।
নিশীথে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আঁধারঘোরে
কোথা হতে এক ঘোর উন্মাদ ডাকে তোর নাম ধ'রে ।
নিরজন পথে চলিতে চলিতে সহসা সভয় গণি
সাঁঝের আঁধারে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি ।।
হেরো তমোঘন মরুময়ী নিশা —
আমার পরান হারায়েছে দিশা,
অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার ।
আজিকে যখন পেয়েছি রে তোরে
এ চিরযামিনী ছাড়িব কী করে,
এ ঘোর পিপাসা যুগযুগান্তে মিটিবে কি কভু আর !
বুকের ভিতরে ছুরীর মতন,
মনের মাঝারে বিষের মতন,
রোগের মতন, শোকের মতন রব আমি অনিবার ।।
জীবনের পিছে মরণ দাঁড়ায়ে, আশার পিছনে ভয় —
ডাকিনীর মতো রজনী ভ্রমিছে
চিরদিন ধরে দিবসের পিছে
সমস্ত ধরাময় ।
যেথায় আলোক সেইখানে ছায়া এই তো নিয়ম ভবে —
ও রূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগিয়া রবে ।।
POEM
Shunechhi amare bhaloi lage na, nai ba lagilo tor.
kothin baadhone charon beriya
chirokal tore rabo akoriya
lohar shikol-dor.
Tui to amar bondi obhagi, badhiyachhi karagare,
praner badhon diyechhi pranete, dekhi ke khulite pare.
jagot majhare jethay berabi,
jethay bosibi, jethay darabi,
basonte sheete dibose nishiithe
sathe sathe tor thakibe bajite
e pashanpran chiroshrinkhal charon joraye dhore -
ekbar tore dekhechhi jakhon kemone erabi more ?
chao nahi chao, dako nai dako,
kachhete amar thako nai thako,
jabo sathe sathe, rabo paye paye, rabo gaay gaay mishi -
e bishad ghor, e adhaar mukh, e ashrojol, e bhanga buk,
bhanga badyer maton bajibe sathe sathe dibanishi.
Nityokaler songi ami je, ami je re tor chhaya -
kiba se rodone kiba se hasite
dekhite paibi kakhono pashete
kobhu sommukhe kobhu poshchate amar adhaar kaya !
gobheer nisheethe ekakee jakhon bosiya molinpraane
chamoki uthiya dekhibi torase
amio royechhi bose tor pashe
cheye tor mukhopane.
je dikei tui phirabi boyan
sei dike ami phirabo noyan,
je dike chahibi akashe amar adhaar muroti aakaa -
sokoli poribe amar arale, jagot poribe dhaka.
duhswaponer mato chirokal tomare rohibo ghire,
dibosorajonee e mukh dekhibo tomar nayononeere.
chirobhikkhar maton daraye rabo sammukhe tor.
'dao dao' bole keboli dakibo, phelibo nayonlor.
keboli sadhibo, keboli kadibo, keboli phelibo shwas,
kaner kachhete praner kachhete koribo re hahutash.
mor ek naam keboli bosiya jopibo kanete tabo,
katar maton dibosrajonee payete bidhiya rabo.
gato janomer obhishap-samo rabo ami kachhe kachhe,
bhabee janomer odrishto-heno beraibo pachhe pachhe.
Jeno re okool sagor-majhare dubechhe jahot-toree,
taari majhe shudhu mora duti praanee -
royechhi joraye tor bahukhani,
jujhus chharate, chharibo na tobu mohasomudro-'pori.
pole pole tor deho hoy kheen,
pole pole tor baahu baloheen -
dohe anonte dubi nishidin, tobu achhi tore dhori.
Roger maton badhibo tomare darun aalingone -
mor jatonay hoibi odheer,
amari anole dohibe shoreer,
obiram shudhu ami chhara aar kichhu na rohibe mone.
Ghumabi jakhon swapon dekhibi, kebol dekhibi more -
ai onimesh trishatur aakhi chahiya dekhichhe tore.
nisheethe bosiya theke theke tui shunibi adhaarghore
kotha hote ek ghor unmad daake tor naam dho're.
nirjon pothe cholite cholite sahosa sabhoy goni
sajher aadhaare shunite paibi amar hasir dhwoni.
Hero tamoghano moroomoyee nisha -
amar poran harayechhe disha,
anonto khudha anonto trisha koritechhe hahakar.
ajike jakhon peyechhi re tore
e chirojaminee chharibo kee kore,
e ghor pipasa jugjugante mitibe ki kobhu aar !
buker bhitore chhureer maton,
moner majhare bisher maton,
roger maton, shoker maton rabo ami onibar.
Jeeboner pichhe maron daraye, ashar pichhone bhoy -
dakineer mato rahonee bhromichhe
chirodin dhore diboser pichhe
samosto dhoramoy.
jethay aalok seikhane chhaya ei to niyom bhobe -
o rooper kachhe chirodin tai e khudha jagiya robe.
105 comments on “RAHUR PREM”
khubi osaadhoron laglo
Asonkho dhonyobad.
Rabindranath Tagore er kobita ti khub vlo laglo
Onek onek dhonyobad.
Khub hi valo laglo কবিতা টা
Khub sundar kabita
Hmm… Rabi thakurer ekta khubi gobhir r adhyatwik kobita.
Khub sundor kobita ajker question holo Nirjon pothe cholite cholite sohosa sobhoyo goni
Sanjher adhare sunite paibi amar hasir dhoni
Ei kobita tir name ki? Ebong kobir name ki?
Kobitar nam “Rahur prem” r kobi holen rabindranath thakur.
Kobita tir name Rahur prem. R kobi holen rabindranath thakur.
ai kobitar name holo RAHUR PREM, ai kobitar lekhok holen Rabindranath Tagore.
Eai kabitar nam Rahur prem
Rabindranath Tagore likhechen
Kobitar nam Rahur Prem and kobir name Rabindranath Tagore
Kobitatir name rahur Prem.lekhok holen Rabindranath Tagore
Kobita r name – Rahur prem, Kobita ti Rabindranath thakurer lekha.
Kobitar nam Rahur Prem. r lekhok holen Rabindranath Tagore
গভীর নিশীথে একাকী যখন বসিয়া মলিন প্রাণে , চমকে উঠিয়ে……. কী দেখার কথা বলা হয়েছে.?
আমিও রয়েছি বসে তোর পাশে/চেয়ে তোর মুখপানে।
“Amio roychi bose tor pase
Chaye tor mukhpane” eto dekhar kotha bolechen
“Amio roychi bose tor pase chaya tor mukhkpane” etai dekhar kotha bola hyche .
“Amio roychi bose tor pase chaye tor mukhpane ” etai dhekar kta bola hoyache.
Tui to Amar bondhi avagini badhiyechi Kara gare _____ Porer 2line lekho.
প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে,দেখি কে খুলিতে পারে।
প্রাণের বাঁধন দিয়েছি প্রানেতে,দেখি কে খুলিতে পারে ।
প্রানের বাঁধন দিয়েছি প্রানেতে দেখি কে খুলিতে পারে।
সাঁঝের আঁধারে কি শুনতে পাবার কথা বলা হয়েছে ?
sajer adahare amr dhwanoi sonar kotha bola hyche.
Sajer adahare amr dhwanoi sonar kotha bola hoyeche
Sajer adahare amr dhwanoi sonar kya bola hoyeche.
চিরকাল তোরে রব আঁকড়িয়া………………..
লোহার শিকল ডোর
লোহার শিকল-ডোর।
লোহার শিকল ডোর
“নিত্যকালের সঙ্গী আমি যে, আমি যে রে তোর ছায়া ”
পরে দুই লাইন লেখ
kiba se rodone kiba se hasite
dekhite paibi kakhono pashete.
Kiba se rodone Kiba se hasite dekhite paibi kokhno pashete
Kiba se rodone kiba se hasite dekhite
Paibi kokhno pashete
Kiba se rodone kiba se hasite dekhite paibi kokhon pashete .
হেরো তমোঘন __________ নিশা ।
হেরো তমোঘন মরুময়ী নিশা।
হেরো তমোঘন মরুময়ী নিশা ।
হেরো তমোঘন মরুময়ী নিশা
Morumoye nisha
হেরো তমোঘন মরুময়ী নিশা ।
“জীবনের পিছে মরণ দাঁড়ায়ে, আশার পিছনে ভয়”- পরের দুই লাইন লেখ।
Dakineer mato rahoneer bhromichhe
Chirodin dhore diboser pichhe
ডাকিনীর মতো রজনী ভ্রমিছে
চিরদিন ধরে দিবসের পিছে
Dakineer mato rahoneer bhromichhe chirodin dhore diboser piche .
Dakinir moto rojoni bhromiche,
Chirodin dhore diboser piche
ডাকিনীর মতো রজনী ভ্রমিছে
চিরদিন ধরে দিবসের পিছে
সমস্ত ধরাময় ।
ডাকিনির মতো রজনী ভ্রমিছে চিরদিন ধরে বিদেশের পিছে
কানের কাছেতে প্রাণের কাছেতে কবির রে হাহুতাশ ”
পরের দুই লাইন লেখ।
মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব ,কাঁটার মতন দিবসরজনী পায়েতে বিঁধিয়ে রব ।
মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব কাটার মতন দিবসরজনী পায়েতে বিধিয়ে রব।
মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব
কাঁটার মতন দিবসরজনী পায়েতে বিধিয়ে রব ।
Mor ek naam keboli bosiya jopibo kanete tabo
Katar maton dibosraj payete bidhiya robo
মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব,
কাঁটার মতন দিবস রজনী পায়েতে বিঁধিয়ে রব।
মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব
কাটার মতন দিবসরজনি পায়েতে বিধিয়ে রব।
“যেথায় আলোক সেইখানে ছায়া এই তো নিয়ম ভবে “- কোন কবিতার লাইন? Original book এর নাম কি? কবে published হয়?
“Rahur prem” kobitar line.
Original book ar nam “chobi o gan”.
Published 1290 sale hoi.
“Rahur prem ” kobitar line .
Original book ar nam”chobi o gan .”
Published 1290 sale hoi .
Rahur prem kobitar line. Original book name chobi gan.
Published 1290 sale hoy.
Rahur prem
Chobi o gan
1290
Rahur prem
Chobi o gan
1290
” পলে পলে তোর বাহু বলহীন ” – কার লেখা? এবং অরিজিনাল বই এর কি নাম?
“পলে পলে তোর বাহু বলহীন “রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অরিজিনাল বুকটির নাম হল ছবি ও গান
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । অরিজিনাল বুকটির নাম হল ” ছবি ও গান ” ।
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ।অরিজিনাল বুকটির নাম হল “ছবি ও গান ।
“পরে পরে তোর বাহু বালহীন”- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অরিজিনাল বুকটির নাম হল – ছবির ও গান।
“পরে পরে তোর বাহু বালহীন “- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।অরজিনাল বুকটির নাম হল — ছবির ও গান।
Rabindranath thakurar lekha
Original book holo chobi o gan
Sunache amare valoi lage na nai ba lagilo tor ?
Kotha thake neya hoyeche?
R kobe published hoyeche? ?
Rahur Prem theke neya hyche .
publish hyche bengali year 1290
Rahur prem thk neoa hoyche. Publish hoyche bengoli year 1290
Rahur prem thik neoa hoyeche .publish hoyeche bengali year 1290
Rahur Prem theke neoya hoyechhe publish hoyeche Bengali year 1290
Ekbar Tore Dekhechhi Jakhon_____ Erabi More?
Ekbar tore dekhechhi jakhon kemone erabi more
Ekbar tore dekhechhi jakhon kemone erabi more?
Kemon erabi more
Kemon erabi more .
Ekbar tore Dekhechi kakhono Kemon erabi more ?
তুমি তো আমার _____________কারাগারে
তুই তো আমার বন্ধী অভাগী বাঁধিয়েছি কারাগারে ।
তুমি তো আমার বন্দী অভাগী,বাঁধিয়াছি কারাগারে
Bandi abhagi badhiya che karagare
Bonde abhagi badhiyacha karagar aa
তুমি তো আমার বন্ধী অভাগী বাঁধিয়েছি কারাগারে।
তুমি তো আমার বন্বী অভাগী বাধিয়েছি কারাগারে।
তুমি তো আমার বন্ধী অভাগী বাঁধিয়েছি কারাগারে ।
তুমি তো আমার বন্ধী অভাগী বাঁধিয়েছি কারাগারে ।
আজিকে যখন পেয়েছি রে তোরে ___________________
এ চিরযামিনী ছাড়িব কি করে?
এ চিরযামিনী ছাড়িব কি করে ?
এ চিরযামিনী ছারিব কী করে
এ চিরযামিনী ছারিব কী করে
বুকের ভিতরে ছুরীর মতন __________ মাঝারে বিষের মতন।
বুকের ভিতরে ছুরির মতন,
মনের মাঝারে বিষের মতন।
Moner majhare bishar mato
Moner majhare bishar moto
বুকের ভিতরে ছুরীর মতন মনের মাঝারে বিষের মতন।
বুকের ভিতরে ছুরীর মতন মনের মাঝারে বিষের মতন ।
Buker bhitore chhureer maton moner majhare bisher maton.
বুকের ভিতরে ছুরির মতো মনের মাঝে বিষয়ে মতন
Buker vetor churir moton . Moner maje bisher moton.