MUKTI BHIKKHA

<<GO BACK              NEXT>>

Recitation
মুক্তি ভিক্ষা (Mukti Bhikkha)

Take the breath away - Set me free !

Written & Recitation ( কবি ও কবিতা আবৃত্তি )
সঞ্জীব নাথ (Sanjib Nath)

Written on 17th March 2017


কবিতা

Scroll down for English script ⇓

এ গদ্য কবিতার যুগ,
এখানে দাঁড়কাক সাদা পাখা মেলে ওড়ে,
ক্ষমা মনে মনে চাওয়া ছাড়া কোনো গতি থাকে না ।
গতি থাকলে তোমার কাঁধ ধরে,
তোমায় আমার জাদু শক্তির প্রলেপ উপহার দিতাম ।
শান্তির বাণী শিখিয়ে,
তোমার মাটিতে হাটু গেড়ে
ক্ষমা চাইতাম ।
এ তুমি সেই আর এক তুমি হলে,
আমার মনের তুমি হলে,
প্রানের শ্বাস বিন্দু বিন্দু উপহার দিতাম ।
তোমার হাত ধরে চোখের রক্তে,
তোমায় ভালোবাসার অঙ্গীকার দিতাম ।
হৃদয়ের জল দিয়ে শান্তিনীড়ের স্বপ্ন দিতাম ।

বলতাম আয় আমার হাত ধর,
আর না ছাড়ার মতো করে ধর ।
বলতাম শোন আমার বুকে কান পেতে,
শুধু জলের ঢেউ ।
রক্ত তো কবে লোমকুপের পথ ধরে,
কোপ্পুরের মতো পালিয়ে গেছে !
বলতাম ছুঁয়ে দেখ
আমার চোখের মণিতে আঙুল ঠেকিয়ে,
শুকনো পাতার স্বাদ পাবি ।

বলতাম দে আমায় মাতাল করে ।
তরলের নেশায় নয়,
জীবনের নেশায় নয়,
ভালোবাসার নেশায় নয়,
সুন্দরের নেশায় নয় ।
শুধু মরণের নেশায়,
বিষের নেশায়,
সেই অনন্ত গরলের নেশায় ।

এ শ্বাস আজ দায় বদ্ধ লাগে ।
মুক্ত করে দে আমায় ।
মুক্ত করে দে...


POEM

E godyo kobitar jug,
Ekhane darkak shada pakha mele ore,
Khoma mone mone Chaoya chhara
kono goti thake na.
Goti thakle tomar kandh dhore,
Tomay Amar jadu shoktir prolep upohar ditam.
Shantir baani sikhiye,
Tomar matite haatu Gere
khoma chaitam.
E tumi sei r ek tumi hole,
Amar moner tumi hole,
Praner shaas bindu bindu upohar ditam.
Tomar haat dhore chokher rokte,
Tomay bhalobasar ongikar ditam.
Hridoyer jal diye shantineer er swapno ditam.

Boltam aay Amar haat dhar,
R na chharar mato kore dhar.
Boltam shon Amar buke kaan Pete,
Shudhu Jaler dheu.
Rakto to Kobe lomkup er path dhore,
Koppur er mato paliye gechhe!
Boltam chhuye dekh
Amar chokher monite angul thekiye,
Shukno patar swad paabi.

​Boltam de Amay matal kore.
Taroler neshay noy,
Jiboner neshay noy,
Bhalobasar neshay noy,
Sundor er neshay noy.
Sudhu moron er neshay,
Bisher neshay,
Sei ananto garoler neshay.

E shaas aj daay baddho laage.
Mukto kore de amay.
Mukto kore de...

40 comments on “MUKTI BHIKKHA

    1. “Boltam de amay matay kore “- ekhane torol, jibon, valobasa, sundor, moron, bish, gorol er nesha r kotha ullekh ache.

    2. ai khane ,taroler nesha, jiboner nesha , vhalobasar nesha , sundor er nesha , moroner nesha , bisher nesha ,ananto garoler nesha r kotha bola hyche .

    3. Ekhane toilet nesha , jiboner nesha ,valobasar nesha, sundor er nesha, moron Er nesha, bisher nesha, ananto goroler neshar Kotha bola hoyeche

  1. “এ শ্বাস আজ দায় বদ্ধ লাগে”- কোন কবিতার লাইন ? পরের দু লাইন লেখো ।

    1. এটি ” মুক্তি ভিক্ষা ” র কবিতার লাইন।
      মুক্ত করে দিয়ে আমায়
      মুক্ত করে দে….

  2. রক্ত তো কবে লোমকূপের পথ ধরে_____________ মতো পালিয়ে গেছে !

    1. রক্ত তো কবে লোমকুপের পথ ধরে কর্পূরের মত পালিয়ে গেছে

    2. রক্ত তো কবে লোমকূপের পথ ধরে কর্পূরের মত পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!